Ridge Bangla

অক্টোবরে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ

চলতি বছরের অক্টোবর মাসে সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচের একটি টি-টোয়েন্টি সিরিজ খেলতে পারে বাংলাদেশ। সিরিজের তারিখ এখনো চূড়ান্ত হয়নি, তবে এটি মূলত গত বছর পিছিয়ে যাওয়া সিরিজের অংশ হিসেবেই অনুষ্ঠিত হবে।

ক্রিকেটভিত্তিক জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফোর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এশিয়া কাপ শেষ হওয়ার পর এবং বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ সিরিজ শুরুর আগেই এই সিরিজটি আয়োজনের সম্ভাবনা রয়েছে। এই সময়টিতে আফগানিস্তান ক্রিকেট দলের সূচিও তুলনামূলকভাবে ফাঁকা থাকবে, তাই এই ফাঁকাটা কাজে লাগিয়ে সিরিজটি আয়োজন করতে চায় দুই বোর্ড।

আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ও বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) আগামী বছর দুটি টেস্ট ম্যাচ আয়োজন নিয়েও আলোচনায় রয়েছে বলে জানিয়েছে ইএসপিএন ক্রিকইনফো। তবে আসন্ন টি-টোয়েন্টি সিরিজটি ২০২৬ সালের ফেব্রুয়ারি-মার্চে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠেয় টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতির জন্য বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হচ্ছে।

অক্টোবরের শেষ দিকে আফগানিস্তান পূর্ণাঙ্গ সিরিজ খেলবে জিম্বাবুয়ের বিপক্ষে। তার আগে বাংলাদেশের বিপক্ষে এই তিন ম্যাচের সিরিজটি তাদের জন্যও প্রস্তুতির সুযোগ করে দেবে। এছাড়া বিশ্বকাপের আগে আফগানদের আরও তিনটি করে টি-টোয়েন্টি ম্যাচ রয়েছে ওয়েস্ট ইন্ডিজ ও নিউজিল্যান্ডের বিপক্ষে।

সবমিলিয়ে, প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ দুই দলের মুখোমুখি লড়াই ক্রিকেটপ্রেমীদের জন্য উত্তেজনা ও প্রস্তুতির দারুণ এক উপলক্ষ হয়ে উঠবে বলেই মনে করছেন বিশ্লেষকরা।

আরো পড়ুন