Ridge Bangla

এনসিপি নেতা নাসীরুদ্দীনের ‘আপত্তিকর’ বক্তব্য, বিএনপির বিক্ষোভে পণ্ড কক্সবাজারের সভা

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতা নাসীরুদ্দীন পাটোয়ারীর কক্সবাজারে “জুলাই পদযাত্রা” উপলক্ষে আয়োজিত এক সমাবেশে বিএনপির সিনিয়র নেতা সালাহউদ্দিন আহমদকে নিয়ে বিতর্কিত মন্তব্য করার পর, তীব্র প্রতিক্রিয়ায় উত্তপ্ত হয়ে উঠে রাজনৈতিক পরিস্থিতি। এই ঘটনার জেরে ঈদগাঁও ও চকরিয়ায় এনসিপির নির্ধারিত কর্মসূচি বাতিল করতে হয়।

শনিবার (১৯ জুলাই) কক্সবাজার শহীদ দৌলত ময়দানে আয়োজিত সমাবেশে নাসীরুদ্দীন বলেন, “আওয়ামী লীগের আমলে নারায়ণগঞ্জে ছিল গডফাদার শামীম ওসমান, আর এখন কক্সবাজারে শিলং ফেরত গডফাদার ঘের দখল, জমি দখল ও চাঁদাবাজিতে লিপ্ত হয়েছেন।” এই মন্তব্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গেই বিএনপি নেতাকর্মীরা কক্সবাজারজুড়ে বিক্ষোভে ফেটে পড়েন।

বিক্ষুব্ধ নেতাকর্মীদের প্রতিক্রিয়ায় চকরিয়ায় সমাবেশস্থলে ব্যাপক উত্তেজনা ছড়ায়। সড়ক বিভাজক ভাঙচুর, ব্যানার ছেঁড়াসহ সড়কে আগুন ধরিয়ে দেয় আন্দোলনকারীরা। পরিস্থিতি সামাল দিতে পুলিশ ও সেনাবাহিনী হস্তক্ষেপ করে। পরিস্থিতির অবনতির কারণে এনসিপির গাড়িবহর বিকেলেই কক্সবাজার ত্যাগ করে বান্দরবানের দিকে রওনা দেয়।

দলের যুগ্ম সদস্যসচিব এস এম সুজা উদ্দিন জানান, চকরিয়া এলাকায় কিছু নেতাকর্মী আটকে পড়েন এবং বিভিন্ন স্থানে বাধার মুখে পড়তে হয়েছে। ঈদগাঁও উপজেলায়ও এনসিপির কর্মসূচি থাকলেও বিএনপির প্রতিবাদের মুখে তা বাতিল করা হয়।

চকরিয়া থানার ওসি শফিকুল ইসলাম জানান, দ্রুত ব্যবস্থা নিয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।

অন্যদিকে, কক্সবাজার জেলা ছাত্রদল পৃথক বিক্ষোভ কর্মসূচি পালন করে এবং নাসীরুদ্দীনের বক্তব্যকে ‘কুরুচিপূর্ণ’ ও ‘অগ্রহণযোগ্য’ উল্লেখ করে প্রতিবাদ জানায়। ছাত্রদল নেতা ফাহিমুর রহমান বলেন, “সালাহউদ্দিন আহমদ সারা দেশের অহংকার, তার বিরুদ্ধে এমন মন্তব্য গ্রহণযোগ্য নয়।”

উল্লেখ্য, সালাহউদ্দিন আহমদ বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চকরিয়া-পেকুয়ার সাবেক তিনবারের সংসদ সদস্য। ২০১৫ সালে নিখোঁজ হওয়ার পর তিনি ভারতের শিলংয়ে অবস্থান করেন এবং ২০২৫ সালের ৫ আগস্ট সরকার পতনের পর দেশে ফেরেন।

আরো পড়ুন