Ridge Bangla

জামায়াত আমিরকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা ফখরুল

জাতীয় সমাবেশে বক্তৃতার সময় অসুস্থ হয়ে পড়ার পর হাসপাতালে ভর্তি হয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (১৯ জুলাই) রাতে রাজধানীর ইবনে সিনা হাসপাতালে তাকে দেখতে যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এবং দলের স্থায়ী কমিটির সদস্য ড. মঈন খান।

এর আগে দুপুরে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে জামায়াতের জাতীয় সমাবেশে বক্তব্য দিতে গিয়ে দুই দফা মঞ্চে পড়ে যান ডা. শফিকুর রহমান। শারীরিকভাবে অসুস্থ হলেও তিনি বসে থেকেই বক্তব্য শেষ করেন। পরে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

জামায়াতের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান বিষয়টি নিশ্চিত করে বলেন, “বিএনপির শীর্ষ নেতারা হাসপাতাল গিয়ে ডা. শফিকুর রহমানের শারীরিক অবস্থা সম্পর্কে খোঁজখবর নিয়েছেন এবং তার দ্রুত সুস্থতা কামনা করেছেন।”

জামায়াতের নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ আবু তাহের জানান, বর্তমানে ডা. শফিকুর রহমান স্থিতিশীল আছেন। তিনি বলেন, “চিকিৎসকরা তাকে কিছুক্ষণ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। আশা করছি, শিগগিরই তিনি বাসায় ফিরতে পারবেন।”

দলীয় সূত্রে জানা গেছে, সমাবেশের প্রস্তুতি ও অতিরিক্ত পরিশ্রমের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েন। হাসপাতালে তাকে দেখতে জামায়াতের শীর্ষ নেতাসহ বিপুলসংখ্যক নেতা-কর্মী উপস্থিত হন।

আরো পড়ুন