Ridge Bangla

মেসি জাদুতে সেমিফাইনালে ইন্টার মায়ামি

messi inter miami

কনকাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে এলএএফসির কাছে হারিয়েই বসেছিল লিওনেল মেসির ইন্টার মায়ামি। প্রথম লেগে ১-০ পিছিয়ে পড়েছিল তারা, ফলে ফিরতি লেগে জিততে হলেও অন্তত দুটো গোল করতে হতো।

দ্বিতীয় লেগে শুরুটা হয়েছিল আরও খারাপ, ৯ মিনিটের মাথায় লস অ্যাঞ্জেলসকে এগিয়ে দিয়েছিলেন অ্যারন লং। তবে মেসি সেই পরিস্থিতি থেকে উদ্ধার করেন মায়ামিকে, ৩৫ মিনিটে দারুণ এক স্ট্রাইকে তারা ম্যাচে ফেরে। এরপর আরও দুই গোলের প্রয়োজন হয়ে পড়ে, তবে ৬০ মিনিটে একটা দারুণ সুযোগ মিস করে তারা। নোয়াহ অ্যালেনের চিপড শটের পর বল চলে যায় গোলপোস্টে, আর গোলকিপার উগো লরিসের বিভ্রান্তির কারণে মায়ামি ২-১ ব্যবধানে এগিয়ে যায়।

তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ গোলটি আসে ৮৪ মিনিটে, যখন লস অ্যাঞ্জেলসের মারলন হ্যান্ডবলের কারণে পেনাল্টি দেওয়া হয়। সেই পেনাল্টি থেকে গোল করেন মেসি, যা দলকে সেমিফাইনালে নিয়ে যায়। শেষদিকে লস অ্যাঞ্জেলস বেশ কয়েকবার গোল করার সুযোগ পেলেও মায়ামির গোলকিপার অস্কার ওস্তারি অসাধারণ সেভ করে তাদের সাফল্য নিশ্চিত করেন।

মায়ামির সম্ভাব্য সেমিফাইনাল প্রতিপক্ষ মেক্সিকান ক্লাব পুমাস অথবা কানাডিয়ান ক্লাব ভ্যাঙ্কুভার হোয়াইটক্যাপস হতে পারে, যার প্রথম লেগ ২২, ২৩ বা ২৪ এপ্রিল অনুষ্ঠিত হতে পারে।

আরো পড়ুন