বাংলাদেশ ক্রিকেটের এক সময়ের হার্ড হিটার ব্যাটসম্যান সাব্বির রহমান, যিনি বর্তমানে ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল) এর পারটেক্স স্পোর্টিং ক্লাবের হয়ে খেলছিলেন, এবার খেলোয়াড়ী জীবনে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। বর্তমানে সাব্বির পারিশ্রমিক না পাওয়ার কারণে ক্লাব কর্তৃপক্ষের বিরুদ্ধে বিসিবিতে লিখিত অভিযোগ করেছেন।
এ মৌসুমে কিছু ম্যাচে ক্লাবটির অধিনায়কত্ব করা সাব্বির রহমান তার গায়ে পারটেক্সের জার্সি পরেননি, এবং অনুশীলনেও অংশ নেননি। শেষ ম্যাচেও মাঠে নামেননি তিনি। জানা গেছে, সাব্বির আর এবারের ঢাকা প্রিমিয়ার লিগে খেলতে চান না। কোচের সঙ্গে বনিবনা না হওয়ার পর, পারিশ্রমিকের সমস্যাও ছিল, যা এই সিদ্ধান্তের পেছনে অন্যতম কারণ।
গণমাধ্যমের সঙ্গে যোগাযোগ করলে সাব্বির মোবাইল ফোনে জানান, “আমি তো গত ম্যাচেই খেলিনি,” এর বেশি কিছু বলতে চাননি তিনি, কারণ বর্তমানে তিনি তার সন্তানকে নিয়ে হাসপাতালে আছেন।
পারটেক্সের কোচ আনোয়ারুল মোস্তাকিম নিশ্চিত করেন যে, সাব্বিরের না খেলার সিদ্ধান্ত জানানো হলেও, তাকে অনুরোধ করার পরেও তিনি সাড়া দেননি। ক্লাবের মধ্যে সূত্র জানিয়েছে, সাব্বির মনে করেন যে, তাকে জুনিয়র ক্রিকেটারদের সামনে অপমান করা হয়েছে, যা তার মানসম্মানের ক্ষতি করেছে। এই কারণে তিনি এবারের মৌসুমে আর মাঠে নামতে চান না।