Ridge Bangla

বিশ্ববাজারে ৪ বছরের সর্বনিম্নে জ্বালানি তেলের দাম

oil price drop

চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি শুল্কারোপে উত্তপ্ত বিশ্ব বাণিজ্য। যার প্রভাব ইতোমধ্যে পড়তে শুরু করেছে। মার্কিন শুল্কনীতি কার্যকরের প্রথম দিনে অপরিশোধিত তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে। বুধবার ব্রেন্টের অপরিশোধিত তেলের দাম কমে ব্যারেলপ্রতি ৬০ ডলারে বিক্রি হচ্ছে, যা করোনাকালে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের পর সর্বনিম্ন।

দু’দেশের এই বাণিজ্য যুদ্ধ তেলের চাহিদা নিয়ে উদ্বেগের জন্ম দিয়েছে, যার ফলে তেলের বাজারের এই দরপতন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ট ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের আমদানির উপর ব্যাপক হারে শুল্ক বসিয়েছেন, যা বৈশ্বিক বাণিজ্যের প্রবৃদ্ধির উপর প্রভাব ফেলেছে এবং জ্বালানির চাহিদা নিয়েও উদ্বেগের সৃষ্টি করেছে।

বিশ্বের দুই বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান শুল্কযুদ্ধ বিশ্ববাজারে জটিলতা সৃষ্টি করেছে। ইতোমধ্যে চীনের পাল্টা শুল্কের জবাবে ট্রাম্প আরো ৫০% শুল্ক বাড়ানোর হুমকি দিয়েছেন। হোয়াইট হাউস জানায়, প্রেসিডেন্টের ঘোষণা অনুযায়ী চীনা কিছু পণ্যের ওপর ১০৪ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে, যা বুধবার থেকে কার্যকর হয়েছে।

আরো পড়ুন