Ridge Bangla

উত্তর বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টিপাত বাড়বে

আগামী ২৪ জুলাইয়ের মধ্যে উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে এটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক। শনিবার (১৯ জুলাই) তিনি গণমাধ্যমকে এ তথ্য দেন।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, রোববার (২০ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণও হতে পারে। উত্তরের জেলাগুলোর তাপমাত্রা সামান্য কমতে পারে, অন্যদিকে দেশের অন্যান্য অংশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

সোমবার (২১ জুলাই) সন্ধ্যা ৬টা পর্যন্ত ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে কিছু এলাকায় ভারী বর্ষণও হতে পারে।

মঙ্গলবার (২২ জুলাই) এবং বুধবার (২৩ জুলাই) সন্ধ্যা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটের অনেক স্থানে এবং রাজশাহী, খুলনা ও বরিশালের কিছু এলাকায় বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টি হতে পারে। এই সময়েও দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণের প্রবণতা অব্যাহত থাকবে বলে জানায় আবহাওয়া অধিদপ্তর।

বিশেষজ্ঞরা বলছেন, বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হলে উপকূলীয় অঞ্চলগুলোতে বৃষ্টির প্রবণতা বৃদ্ধি পায় এবং কিছু ক্ষেত্রে নদ-নদীর পানি বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে। কৃষিকাজ ও শহরাঞ্চলে জলাবদ্ধতা পরিস্থিতিও নজরদারির মধ্যে রাখা উচিত বলে মনে করেন তারা।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন