Ridge Bangla

পাক-ভারত সংঘাতে ৫টি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল: ট্রাম্প

চলতি বছরের এপ্রিলে শুরু হওয়া ভারত-পাকিস্তান সীমান্ত সংঘর্ষে পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত হয়েছিল বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মে মাসে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় নিজেকে সেই শান্তি প্রতিষ্ঠার নেপথ্য কারিগর বলেও উল্লেখ করেন তিনি।

শুক্রবার (১৮ জুলাই) হোয়াইট হাউসে রিপাবলিকান দলের কয়েকজন আইনপ্রণেতার সঙ্গে নৈশভোজে ট্রাম্প বলেন, “আসলে, বিমানগুলো আকাশে গুলি করে ভূপাতিত করা হচ্ছিল। চার বা পাঁচটা… তবে আমার মনে হয় পাঁচটা জেট ভূপাতিত হয়েছিল।” যদিও তিনি কোন পক্ষের কয়টি বিমান ক্ষতিগ্রস্ত হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কিছু জানাননি।

পাকিস্তানের দাবি, সংঘর্ষে তারা পাঁচটি ভারতীয় যুদ্ধবিমান গুলি করে নামায়। অন্যদিকে, মে মাসের শেষ দিকে ভারতের একজন উচ্চপদস্থ জেনারেল জানান, সংঘাতের প্রথম দিনগুলোর ক্ষয়ক্ষতির পর ভারত কৌশল পরিবর্তন করে এবং যুদ্ধবিরতির আগে তিন দিনের মধ্যে তারা সুবিধাজনক অবস্থানে পৌঁছায়। যদিও ভারত নির্দিষ্ট সংখ্যা না জানিয়ে শুধু দাবি করে, তারাও পাকিস্তানের কয়েকটি বিমান ভূপাতিত করেছে। এদিকে, ইসলামাবাদ দিল্লির হামলায় তাদের একটি বিমানঘাঁটির ক্ষয়ক্ষতির কথা স্বীকার করলেও যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার কথা অস্বীকার করেছে।

সংঘাতের সূত্রপাত ঘটে গত এপ্রিলে কাশ্মীরের পেহেলগামে ‘জঙ্গি হামলায়’ ২৬ জন নিহত হওয়ার পর। ভারত এর জন্য পাকিস্তানকে দায়ী করলেও ইসলামাবাদ তা অস্বীকার করে নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। যুক্তরাষ্ট্র ওই হামলার নিন্দা জানালেও তারা সরাসরি পাকিস্তানকে দায়ী করেনি।

১০ মে, ভারত ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার পর ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যমে দুই দেশের মধ্যে অস্ত্রবিরতির ঘোষণা দেন। এরপর থেকে তিনি বারবার এই সংঘর্ষ নিরসনে নিজের ভূমিকার কথা তুলে ধরেছেন এবং বিষয়টি নিয়ে যথাযথভাবে স্বীকৃতি না পাওয়ায় হতাশাও প্রকাশ করেছেন।

তবে ভারতের পক্ষ থেকে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করা হয়েছে। নয়াদিল্লি জানিয়েছে, এটি ছিল সম্পূর্ণ দ্বিপাক্ষিক উদ্যোগের ফল এবং ভবিষ্যতেও বাইরের কোনো হস্তক্ষেপ ছাড়াই ভারত-পাকিস্তান তাদের যেকোনো দ্বন্দ্ব নিজেরাই সমাধান করতে সক্ষম।

আরো পড়ুন