Ridge Bangla

বিয়ের পিঁড়িতে বসছেন সেলেনা গোমেজ

জনপ্রিয় মার্কিন গায়িকা ও অভিনেত্রী সেলেনা গোমেজ শুরু করতে যাচ্ছেন জীবনের নতুন অধ্যায়। প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হতে চলেছেন তিনি। জানা গেছে, আগামী সেপ্টেম্বরেই যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার কোনো বিলাসবহুল স্থানে তাদের বিয়ের আয়োজন হবে।

এক সময় গায়ক জাস্টিন বিবারের সঙ্গে ছয় বছরের দীর্ঘ সম্পর্ক শেষে বিচ্ছেদে ভেঙে পড়েছিলেন সেলেনা। ২০১৮ সালে জাস্টিন দ্রুত বিয়ে করেন মডেল হেইলি বল্ডউইনকে। সেই সময় সেলেনা মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েন। নিজের তথ্যচিত্রেও তিনি স্বীকার করেন, সেই অধ্যায় ছিল তার জীবনের অন্যতম কঠিন সময়। তবে ধীরে ধীরে নিজেকে নতুন করে গড়ে তোলেন তিনি।

এরপর প্রযোজক বেনি ব্লাঙ্কোর সঙ্গে সেলেনার ঘনিষ্ঠতা তৈরি হয়। এক বছরের বেশি সময় আগে তারা বাগদান সম্পন্ন করেন। এবার সেই সম্পর্ক পূর্ণতা পেতে যাচ্ছে বিয়ের মধ্য দিয়ে।

জানা গেছে, তাদের বিয়েতে উপস্থিত থাকবেন পরিবার, ঘনিষ্ঠ বন্ধু ও সহকর্মীরা। অতিথিদের তালিকায় রয়েছেন পপ তারকা টেইলর সুইফট, আমেরিকান ফুটবল তারকা ট্র্যাভিস কেলস, এবং সেলেনার জনপ্রিয় সিরিজ Only Murders in the Building–এর অন্যান্য সহ-অভিনেতারাও।

ভক্তদের কাছে সেলেনা গোমেজ বরাবরই সাহসী ও ইতিবাচক মানসিকতার উদাহরণ। এবার জীবনের নতুন এই অধ্যায়েও ভক্তরা তার জন্য সুখ ও সাফল্যের প্রার্থনা করছেন।

আরো পড়ুন