Ridge Bangla

কাশিমপুরে বস্তাবন্দি ছিন্নভিন্ন মানবদেহের কঙ্কাল উদ্ধার

গাজীপুর মহানগরের কাশিমপুর থানার ভবানীপুর এলাকায় রাস্তার পাশের ঝোপঝাড় থেকে বস্তাবন্দি অবস্থায় ছিন্নভিন্ন মানবদেহের কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৮ জুলাই) সকালে ভবানীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে লতিফপুর বাজারসংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে। কঙ্কাল উদ্ধারের খবর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে।

কাশিমপুর থানা পুলিশ জানায়, একটি বস্তায় ভরে রাখা অবস্থায় ছিন্নভিন্ন মানবদেহের অংশ—হাত, পা, মেরুদণ্ডের হাড় ও মাথার খুলি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, এটি কোনো হত্যাকাণ্ডের শিকার ব্যক্তির দেহাবশেষ।

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে মাঠে খেলতে যাওয়া কিছু শিশুরা পাশের ঝোপঝাড় থেকে তীব্র দুর্গন্ধ পান। বিষয়টি এক স্থানীয় বড় ভাইকে জানালে তিনি দুর্গন্ধের উৎস খুঁজে পেয়ে বস্তাটি দেখতে পান এবং জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে পুলিশকে খবর দেন।

পরে কাশিমপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে বস্তাবন্দি অবস্থায় কঙ্কালটি উদ্ধার করে। এ বিষয়ে কাশিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, “বস্তার ভেতর ছিন্নভিন্ন মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে প্রকৃত ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।”

তিনি আরও বলেন, “এটি হত্যাকাণ্ড কি না, তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। তবে আমরা বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। সিসিটিভি ফুটেজ সংগ্রহসহ অন্যান্য আইনানুগ পদক্ষেপ নেওয়া হয়েছে।”

এদিকে এলাকাবাসী জানিয়েছেন, বেশ কিছুদিন ধরেই ওই এলাকায় সন্ধ্যার পর অচেনা কিছু মানুষের চলাফেরা লক্ষ্য করা যাচ্ছিল। পুলিশ স্থানীয়দের কাছে নিখোঁজ ব্যক্তি সংক্রান্ত কোনো তথ্য থাকলে তা জানাতে অনুরোধ জানিয়েছে।

আরো পড়ুন