Ridge Bangla

বলিউডে কাজের তিক্ত অভিজ্ঞতার কথা জানালেন জেরিন খান

বলিউডে কাজ করতে গিয়ে তিক্ত ও অস্বস্তিকর অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী জেরিন খান। সম্প্রতি ‘হিন্দি রাশ’কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, ‘আকসার ২’ ছবির শুটিং চলাকালে তাকে অপ্রয়োজনীয় ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে এবং খোলামেলা পোশাক পরতে বাধ্য করা হয়েছিল।

জেরিন বলেন, প্রথমে ‘আকসার ২’ সিনেমার গল্প শুনে ভেবেছিলেন এটি আগের হিট ছবির সিক্যুয়েল। তাই পরিচালক অনন্ত মহাদেবনকে সরাসরি জিজ্ঞাসা করেছিলেন, এতে কোনো ঘনিষ্ঠ দৃশ্য আছে কি না। তখন পরিচালক তাকে আশ্বস্ত করে বলেন, তেমন কিছু নেই। কিন্তু শুটিং শুরু হওয়ার পর প্রতিদিনই নতুন নতুন ঘনিষ্ঠ দৃশ্য যোগ করা হতে থাকে।

তিনি আরও বলেন, সিনেমার যেসব দৃশ্যের কোনো প্রয়োজন ছিল না, সেখানেও জোর করে চুমুর দৃশ্য রাখা হতো, তাকে খোলামেলা পোশাক পরতে হতো। শুটিং সেটে এমন পরিস্থিতির সম্মুখীন হতে হবে, সেটা আগে জানানো হয়নি বলেও ক্ষোভ প্রকাশ করেন তিনি।

পরিচালক অনন্ত মহাদেবন প্রসঙ্গে জেরিন বলেন, “প্রযোজকদের কিছু না বলে তিনি উল্টো আমার বিরুদ্ধে কথা বলতেন। আবার সামনে এসে বলতেন, প্রযোজকরা নাকি এসব করতে বাধ্য করছে। কিন্তু শেষ পর্যন্ত দায়টা চাপাতেন আমার ওপর।”

‘বীর’, ‘হেট স্টোরি ৩’, ‘আকসার ২’–এর মতো ছবিতে কাজ করেও বলিউডে এমন অভিজ্ঞতা যে তাকে হতাশ করেছে, সেটি অকপটে স্বীকার করেন জেরিন। অনেক বছর পর এবার প্রকাশ্যে এই বিষয়ে কথা বললেন তিনি। তার এই বক্তব্যে বলিউডে নতুন করে বিতর্ক ও আলোচনা শুরু হয়েছে। সোশ্যাল মিডিয়ায় অনেকেই জেরিনের বক্তব্যকে সমর্থন জানাচ্ছেন।

আরো পড়ুন