Ridge Bangla

আজ জামায়াতের জাতীয় সমাবেশ, প্রস্তুত সোহরাওয়ার্দী উদ্যান

রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশ। এ উপলক্ষে সকাল থেকেই ঢাকার বিভিন্ন প্রান্ত ও দেশের নানা জেলা থেকে দলে দলে যোগ দিচ্ছেন জামায়াতের নেতাকর্মীরা। পুরো মাঠজুড়ে চলছে জোর প্রস্তুতি, তৈরি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

সমাবেশস্থলের চারপাশে টানানো হয়েছে বিভিন্ন স্লোগানসংবলিত ব্যানার ও ফেস্টুন। মঞ্চের সামনে সারি সারি চেয়ার বসানো হয়েছে অতিথি ও নেতাদের জন্য। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অতিথিদের জন্য দুই পাশে ৬০০টি চেয়ার রাখা হয়েছে। মূল মঞ্চের পাশে বসানো হয়েছে দুটি বড় জায়ান্ট স্ক্রিন এবং আশপাশের প্রায় ৫০টি গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে এলইডি স্ক্রিন, যাতে দূর থেকেও বক্তৃতা ও কার্যক্রম দেখা যায়। রাজধানীর বিভিন্ন এলাকায় স্থাপন করা হয়েছে প্রায় ৪০০টি মাইক।

জামায়াত নেতারা আশা করছেন, ঢাকার বাইরের বিভিন্ন জেলা থেকে লাখো মানুষের সমাগম হবে এই সমাবেশে। অংশগ্রহণকারীদের সুবিধার জন্য উদ্যানের ভেতর ও চারপাশে বসানো হয়েছে ৫০০–এর বেশি অস্থায়ী টয়লেট এবং ওজুর জন্য এক হাজার পানির কল স্থাপন করা হয়েছে।

সমাবেশকে ঘিরে আইনশৃঙ্খলা রক্ষায় নেওয়া হয়েছে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। উদ্যানে ও আশপাশের এলাকায় মনিটরিংয়ের জন্য গড়ে তোলা হয়েছে একাধিক পর্যবেক্ষণ সেল। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাবেশ পরিচালনা ও শৃঙ্খলা রক্ষায় আটটি বিভাগের অধীনে ৬ হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।

যাতায়াত ব্যবস্থা সহজ করতে ট্রাফিক পুলিশের সঙ্গে জামায়াত নেতারা একাধিক বৈঠক করেছেন। ঢাকার বাইরে থেকে আগত বাসগুলোর জন্য নির্দিষ্ট ড্রপিং পয়েন্ট নির্ধারণ করা হয়েছে। সবমিলিয়ে জাতীয় সমাবেশকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানে তৈরি হয়েছে বর্ণিল ও জনসমাগমপূর্ণ পরিবেশ।

আরো পড়ুন