Ridge Bangla

দেশে ফিরেই স্টেজ মাতালেন লিজা

জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা দীর্ঘ ২৫ দিনের ইউরোপ সফর শেষে দেশে ফিরেই উঠে পড়েন স্টেজে। প্রবাসী বাংলাদেশিদের আমন্ত্রণে ইউরোপের পাঁচটি দেশে একের পর এক সফল শো করার পর ১৫ জুলাই সকালেই ঢাকায় পৌঁছান তিনি। মাত্র কয়েক ঘণ্টা বিশ্রাম নিয়ে ওই দিনই অংশ নেন আয়কর আইনজীবীদের অভিষেক অনুষ্ঠানে।

লিজা বলেন, “জীবন যেমনই হোক, আমরা সবসময়ই বিশ্বাস করি—শো মাস্ট গো অন। এবার সেটা আমার জীবনের জন্য আরও বড় সত্য হয়ে ধরা দিয়েছে। দেশে ফিরেই স্টেজে উঠে পড়লাম। বিশ্রামের সুযোগ পেলে হয়তো আরও নিখুঁতভাবে গান গাওয়া যেত, কিন্তু এই শোয়ের দিনক্ষণ আগে থেকেই ঠিক ছিল। তাই মনপ্রাণ ঢেলে গান করেছি।”

তিনি আরও বলেন, “শ্রোতা-দর্শকের চাহিদা বুঝেই গান করি। ঢাকায় ফিরেই এমন সুন্দর আয়োজনে গান করতে পেরে ভালো লাগছে। আয়োজকদের ধন্যবাদ। ইউরোপ ট্যুরটাও ছিল দারুণ। সবচেয়ে ভালো লেগেছে, আমার স্বামী আর মেয়ে সঙ্গেই ছিল, তাই পুরো সফরটা আরও রঙিন হয়ে উঠেছে।” প্রবাসী বাংলাদেশিদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, “তাদের ভালোবাসা ও সহযোগিতা আজীবন মনে রাখব।”

উল্লেখ্য, ইউরোপ সফরে লিজার সঙ্গে ছিলেন আয়েশা মৌসুমী ও সাগর বাউল। নৃত্যে অংশ নেন তানহা তাসনিয়া, উপস্থাপনায় ছিলেন স্বর্ণলতা দেবনাথ। লিজা ফ্রান্স, বেলজিয়াম, সুইজারল্যান্ড, ইতালি ও স্পেনে একাধিক শোতে অংশ নেন। সফর শেষে দেশেই স্টেজ মাতিয়ে আবারও প্রমাণ করলেন—সংগীত তাঁর কাছে শুধু পেশা নয়, ভালোবাসাও।

আরো পড়ুন