Ridge Bangla

ছাত্র-জনতার গণঅভ্যুত্থান: ১২টি মামলায় চার্জশিট দিয়েছে পুলিশ

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার চলমান গণঅভ্যুত্থান চলাকালে সংঘটিত সহিংস ঘটনার প্রেক্ষিতে দায়ের হওয়া মামলাগুলোর মধ্যে ১২টি মামলায় চার্জশিট দাখিল করেছে বাংলাদেশ পুলিশ। এদের মধ্যে রয়েছে তিনটি হত্যা মামলা এবং নয়টি অন্যান্য অপরাধের মামলা।

বৃহস্পতিবার (১৭ জুলাই) পুলিশ সদর দপ্তরের সহকারী মহাপরিদর্শক (এআইজি), মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের ইনামুল হক সাগর গণমাধ্যমকে এসব তথ্য জানান।

তিনি বলেন, “চার্জশিট দেওয়া তিনটি হত্যা মামলাই শেরপুর জেলার অন্তর্গত। অপরদিকে বাকি নয়টি মামলার মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের অধীনে একটি, বরিশাল মেট্রোপলিটন পুলিশের অধীনে একটি, চাঁপাইনবাবগঞ্জ জেলার তিনটি, সিরাজগঞ্জ জেলার দুটি এবং পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অধীনে তদন্তাধীন রয়েছে আরও দুটি মামলা।”

এআইজি ইনামুল হক সাগর আরও জানান, “বাকি মামলাগুলোর তদন্ত প্রক্রিয়া এখনো চলমান রয়েছে। অপরাধীদের চিহ্নিত করে দ্রুততম সময়ের মধ্যে আইনের আওতায় আনার জন্য পুলিশ নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”

উল্লেখ্য, কোটা সংস্কার দাবিতে চলমান ছাত্র-জনতার আন্দোলনে বিভিন্ন জেলায় সহিংসতার ঘটনা ঘটে, যার ফলে প্রাণহানি, সরকারি স্থাপনায় হামলা এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষের মতো পরিস্থিতির সৃষ্টি হয়। এসব ঘটনার তদন্তেই এই চার্জশিট দাখিল করা হলো।

আরো পড়ুন