Ridge Bangla

গোপালগঞ্জে যৌথবাহিনীর অভিযানে ২০ জন আটক

গোপালগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সমাবেশকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতা ও সংঘর্ষের পর জারি করা কারফিউ চলাকালে যৌথবাহিনীর অভিযানে ২০ জনকে আটক করা হয়েছে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মো. সাজেদুর রহমান জানান, বুধবার (১৬ জুলাই) রাত থেকে বৃহস্পতিবার (১৭ জুলাই) সকাল পর্যন্ত জেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এই ২০ জনকে আটক করা হয়। তাদের গোপালগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে। ওসি জানান, তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও জানান, বর্তমানে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শহরজুড়ে পুলিশ, র্যাব, বিজিবি ও সেনাবাহিনীর টহল অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত নতুন কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এর আগে বুধবার বিকেলে গোপালগঞ্জ থেকে মাদারীপুর যাওয়ার পথে এনসিপির নেতাকর্মীরা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের হামলার শিকার হন। দফায় দফায় সংঘর্ষে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটে।

ঘটনার পর রাত ৮টা থেকে গোপালগঞ্জে ২২ ঘণ্টার কারফিউ জারি করা হয়, যা বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত বলবৎ থাকবে। তবে কারফিউ চলাকালীন বৃহস্পতিবার সকালে শহরের কিছু এলাকায় হালকা যানবাহন চলতে দেখা গেছে এবং কিছু দোকানপাট খোলা ছিল।

সেনাবাহিনী ও পুলিশের পাহারায় পরিস্থিতি আপাতত শান্ত রয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, যেকোনো ধরনের বিশৃঙ্খলা কঠোরভাবে দমন করা হবে। আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ চলছে এবং তদন্ত শেষে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আরো পড়ুন