Ridge Bangla

চলতি বছর বিশ্ববাজারে সোনার দাম থাকবে ঊর্ধ্বমুখী: ডব্লিউজিসি

চলতি বছরের শুরু থেকেই বিশ্ববাজারে সোনার দাম ঊর্ধ্বমুখী। বছরের প্রথমার্ধে স্বর্ণের দাম বেড়েছে প্রায় ২৬ শতাংশ। যারা আশা করেছিলেন বাকি সময়টায় দাম কমবে, তাদের জন্য রয়েছে হতাশার বার্তা। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিল (ডব্লিউজিসি)-এর সর্বশেষ প্রতিবেদনে বলা হয়েছে, বছরের দ্বিতীয়ার্ধেও সোনার দাম আরও ৫ থেকে ১৫ শতাংশ পর্যন্ত বাড়তে পারে।

মূল্য বৃদ্ধির পেছনে যেসব কারণকে দায়ী করা হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে মার্কিন ডলারের দরপতন, ভূরাজনৈতিক উত্তেজনা, বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলোর ক্রয়চাপ এবং বিনিয়োগকারীদের নিরাপদ আশ্রয়ের প্রতি আগ্রহ।

বিশ্লেষণে বলা হয়েছে, ডলারের মান কমে যাওয়ায় অন্যান্য দেশের ক্রেতাদের কাছে সোনা তুলনামূলকভাবে সস্তা হয়ে উঠছে, ফলে বিশ্বব্যাপী চাহিদা বাড়ছে। পাশাপাশি ডিডলারাইজেশন প্রক্রিয়া এবং ডোনাল্ড ট্রাম্পের সম্ভাব্য শুল্ক হুমকি মার্কিন ডলারের ওপর চাপ তৈরি করছে, যার প্রভাব পড়ছে সোনার বাজারেও।

তবে আশঙ্কাও রয়েছে। ডব্লিউজিসি জানিয়েছে, দাম বাড়ার ফলে ভোক্তা পর্যায়ের চাহিদা কিছুটা কমে যেতে পারে এবং ব্যক্তিগত পর্যায়ে সোনা পুনর্ব্যবহারের প্রবণতা বাড়তে পারে। একইসঙ্গে তারা জানিয়েছে, বৈশ্বিক রাজনীতি স্থিতিশীল হলে কিংবা বাণিজ্যিক প্রবৃদ্ধি বাড়লে সোনার দাম ১৭ শতাংশ পর্যন্ত কমে যেতে পারে।

যদিও বর্তমান যুদ্ধ পরিস্থিতি ও বাজারের অনিশ্চয়তা এখনও পর্যন্ত সোনার দামে বড় ধরনের নেতিবাচক প্রভাব ফেলছে না, তারপরও সোনা বিনিয়োগকারীদের কাছে এখনো সবচেয়ে নিরাপদ এবং স্থিতিশীল বিনিয়োগ হিসেবে বিবেচিত হচ্ছে।

আরো পড়ুন