বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টের জন্য অভিজ্ঞ ক্রিকেটারদের ফিরিয়ে পূর্ণ শক্তির দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। দলে ফিরেছেন উইলিয়ামস, আরভিন, এবং বাঁহাতি স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা। এর আগে, আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্টের পূর্বমুহূর্তে নাম প্রত্যাহার করে নেওয়া অধিনায়ক ক্রেইগ আরভিনও বাংলাদেশ সিরিজের দলে ফিরেছেন। ছুটি কাটিয়ে তিনি দলকে নেতৃত্ব দিতে ফিরেছেন, এবং পিঠের চোটের কারণে ওই ম্যাচে তিনি খেলতে পারেননি উইলিয়ামস।
জিম্বাবুয়ে তাদের আইরিশদের বিপক্ষে প্রাথমিক স্কোয়াডে তিনটি পরিবর্তন করেছে। পিঠের ইনজুরি থেকে সেরে উঠে অলরাউন্ডার শন উইলিয়ামস বাংলাদেশ সফরের জন্য প্রস্তুত। কিপার-ব্যাটসম্যান টাফাডজোয়া সিগাও ২০২৩ সালে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট অভিষেকের পর দলে ফিরেছেন। তাকে জায়গা দিতে বাদ পড়েছেন জয়লর্ড গুম্বি।
তরুণ পেসার নিউম্যান নিয়ামুরির জায়গায় দলে আছেন বাঁহাতি স্পিনার মাসাকাদজা। এছাড়া, টপ-অর্ডার ব্যাটসম্যান টাকুডজোয়ানাশে কাইটানোও বাদ পড়েছেন দল থেকে। আয়ারল্যান্ডের বিপক্ষে আরভিনের বদলি হিসেবে ওয়েসলি মাধভেরে দলের সঙ্গে রয়েছেন।
পেস আক্রমণের নেতৃত্বে থাকবেন ইতিহাসগড়া ব্লেসিং মুজারাবানি। তার সঙ্গে আছেন বাঁহাতি পেসার রিচার্ড এনগারাভা। স্কোয়াডে একমাত্র নতুন মুখ হলেন লেগ স্পিনার ভিনসেন্ট মাসেকেসা।
জিম্বাবুয়ে ২০২০ সালের পর এবারই প্রথম বাংলাদেশে টেস্ট খেলতে আসবে। ২০২০ সালে একমাত্র টেস্টে তারা ইনিংস ব্যবধানে হেরেছিল। প্রায় পাঁচ বছর পরের এই সফর শুরু হবে আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। দ্বিতীয় টেস্ট হবে ২৮ এপ্রিল চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। জিম্বাবুয়ে দলের প্রধান কোচ জাস্টিন স্যামন্স বাংলাদেশ সিরিজে দলের জন্য আত্মবিশ্বাসী।