মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন বিষয়ক নতুন আইন ‘মানবদেহে অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ায় চূড়ান্ত অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ।
বৃহস্পতিবার (১৭ জুলাই) প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের ৩৪তম বৈঠকে এ অনুমোদন দেওয়া হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস।
মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং শেষে অধ্যাদেশটির খসড়া চূড়ান্তভাবে অনুমোদিত হয়েছে।
এই বৈঠকে আরও একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়—‘বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (সংশোধন) অধ্যাদেশ, ২০২৫’-এর খসড়ারও নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশোধনী অধ্যাদেশটি একইভাবে আইন ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং-এর পর চূড়ান্ত অনুমোদন পেয়েছে।
উল্লেখ্য, নতুন অঙ্গ-প্রত্যঙ্গ সংযোজন অধ্যাদেশটি জনস্বাস্থ্যের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে, যার মাধ্যমে চিকিৎসা বিজ্ঞানে অঙ্গ প্রতিস্থাপন প্রক্রিয়া আরও সংগঠিত ও নীতিনির্ধারিত হবে।