Ridge Bangla

গোপালগঞ্জে কারফিউর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হলো

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পদযাত্রাকে কেন্দ্র করে সহিংসতার জেরে গোপালগঞ্জে জারি করা কারফিউর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৭ জুলাই) সন্ধ্যা ৬টার পর থেকে নতুন নির্দেশ না দেওয়া পর্যন্ত কারফিউ বহাল থাকবে বলে জানানো হয়েছে।

তবে শুক্রবার (১৮ জুলাই) বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত তিন ঘণ্টার জন্য কারফিউ শিথিল থাকবে। এই সময়ে জনসাধারণ প্রয়োজনীয় কাজ সেরে নিতে পারবেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জনসংযোগ বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, বুধবার রাত ৮টা থেকে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা পর্যন্ত জারি থাকা কারফিউয়ের মেয়াদ শুক্রবার সকাল পর্যন্ত বাড়ানো হয়। এরপর দুপুর ২টা থেকে আবারও অনির্দিষ্টকালের জন্য কারফিউ কার্যকর থাকবে।

ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী গোপালগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে বলেন, “পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত কারফিউ চলবে। তবে জনস্বার্থে শুক্রবার তিন ঘণ্টার জন্য শিথিল করা হচ্ছে।” তিনি আরও জানান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্কতায় রয়েছে এবং গুজব বা উসকানিমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার জন্য সাধারণ জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।

আরো পড়ুন