Ridge Bangla

দ্রুতগতিতে গাড়ি চালানোয় নিষিদ্ধ হলেন এমা ওয়াটসন

হলিউডের জনপ্রিয় অভিনেত্রী এমা ওয়াটসন অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর দায়ে ছয় মাসের জন্য ড্রাইভিং থেকে নিষিদ্ধ হয়েছেন। তবে এই নিষেধাজ্ঞা কোনো চলচ্চিত্র সংশ্লিষ্ট নয়—বরং বাস্তব জীবনের একটি ট্রাফিক অপরাধের কারণে।

‘হ্যারি পটার’ খ্যাত এই তারকা গত বছরের ৩১ জুলাই সন্ধ্যায় অক্সফোর্ডের একটি রাস্তায় নির্ধারিত ৩০ মাইল গতিসীমা অতিক্রম করে ৩৮ মাইল প্রতি ঘণ্টা বেগে তার নীল রঙের অডি গাড়িটি চালিয়েছিলেন। এই অপরাধের পর তাকে আদালতে হাজির হতে হয়।

বুধবার (১৬ জুলাই) হাই ওয়াইকম্ব ম্যাজিস্ট্রেট আদালত এমা ওয়াটসনকে ছয় মাসের জন্য ড্রাইভিং নিষিদ্ধ ঘোষণা করে এবং ১০৪৪ পাউন্ড জরিমানা করে। তিনি এদিন আদালতে উপস্থিত ছিলেন না। তার পক্ষে আইনজীবী মার্ক হাসলাম উপস্থিত ছিলেন। তিনি জানান, “এমা একজন শিক্ষার্থী। তিনি এই জরিমানা পরিশোধে প্রস্তুত আছেন।”

২০২৩ সাল থেকে এমা ওয়াটসন অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ক্রিয়েটিভ স্টাডিজ বিভাগে মাস্টার্স প্রোগ্রামে অধ্যয়ন করছেন। ২০০১ সালে ‘হ্যারি পটার অ্যান্ড দ্য ফিলোসফার্স স্টোন’ সিনেমার মাধ্যমে খ্যাতি অর্জনকারী এই অভিনেত্রী সিরিজটির সবগুলো পর্বেই অভিনয় করেছেন। সর্বশেষ তিনি ২০১৯ সালে ‘দ্য লিটল উইমেন’ চলচ্চিত্রে অভিনয় করেন।

আরো পড়ুন