Ridge Bangla

তবে কি বিয়ের ইঙ্গিত দিলেন সালমান খান?

বলিউড সুপারস্টার সালমান খান তার সাম্প্রতিক ইনস্টাগ্রাম পোস্টে এমন এক মন্তব্য করেছেন, যা ঘিরে নতুন করে শুরু হয়েছে তার বিয়ে নিয়ে জল্পনা-কল্পনা। ভক্তদের প্রশ্ন—তবে কি অবশেষে ‘ভাইজান’ নিজের জীবনের নতুন অধ্যায়ের দিকে পা বাড়াতে চলেছেন?

বৃহস্পতিবার (১০ জুলাই) নিজের ভগ্নিপতি ও চলচ্চিত্র পরিচালক অতুল অগ্নিহোত্রীর জন্মদিনে শুভেচ্ছা জানাতে ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করেন সালমান। সেখানে বোন আলভিরা ও অতুলের একটি ভালোবাসাপূর্ণ ছবি শেয়ার করে তিনি লেখেন, “শুভ জন্মদিন অতুল। আমার বিল (Brother-in-law)। তুমি আমার বোনকে খুব যত্নে রেখেছ। তুমি একজন সেরা স্বামী, সেরা বাবা। তোমাকে অনেক ভালোবাসা।”

সবচেয়ে বেশি আলোচনায় এসেছে তার পরবর্তী বাক্য: “আমিও একদিন সব ভূমিকায় তোমার মতো একজন সেরা হয়ে উঠব।”

এই এক লাইনের মন্তব্যে চমকে গেছেন ভক্তরা। কেউ বলছেন, সালমান হয়তো এবার নিজের ‘মনের মানুষ’কে খুঁজে পেয়ে জীবনসঙ্গী হওয়ার কথা ভাবছেন। আবার কেউ এটিকে তার চিরাচরিত রসিকতা বলেই উড়িয়ে দিচ্ছেন।

৫৮ বছর বয়সী এই তারকা দীর্ঘদিন ধরেই বলিউডের মোস্ট এলিজেবল ব্যাচেলর হিসেবে পরিচিত। কখনও ঐশ্বরিয়া রাই, কখনও ক্যাটরিনা কাইফ কিংবা ইউলিয়া ভান্তুর—তবে কখনোই কোনো সম্পর্কে গাঁটছড়া বাঁধেননি তিনি।

তবে এবার তার মন্তব্যে ভিন্ন একটা সুর খুঁজে পাচ্ছেন অনেকে। কেউ বলছেন, ‘সেরা স্বামী’ ও ‘সেরা বাবা’ হতে চাওয়া মানেই ভবিষ্যতের পরিকল্পনার স্পষ্ট ইঙ্গিত। সালমানের এই পোস্ট এখন ঘুরে বেড়াচ্ছে সামাজিকমাধ্যমে, আর অনুরাগীরা অধীর আগ্রহে অপেক্ষা করছেন—ভাইজান এবার সত্যিই কি নিজের জীবনের নতুন অধ্যায় শুরু করবেন?

আরো পড়ুন