ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা যুক্তরাষ্ট্রে অবকাশযাপন শেষে দেশে ফিরেই নতুন নাটকের শুটিংয়ে ব্যস্ত হয়ে পড়েছেন। সম্প্রতি তিনি নেত্রকোনার সুসং দুর্গাপুরে ‘খোয়াবনামা’ নামের একটি নাটকের শুটিং করেছেন। এই নাটকে তার সহশিল্পী হিসেবে রয়েছেন তৌসিফ মাহবুব এবং নির্মাণ করছেন ভিকি জাহেদ।
শুটিংয়ের ফাঁকে মনোরম লোকেশনে নিজের কিছু ছবি তুলে ইনস্টাগ্রামে পোস্ট করেন তিশা। ক্যাপশনে লেখেন, “গ্রীষ্মের বৃষ্টির গন্ধ আমি ভালোবাসি।” তার এই পোস্টে ভক্তদের ব্যাপক সাড়া দেখা গেছে—ইতিমধ্যেই ৩৩ হাজারের বেশি রিঅ্যাকশন এবং প্রায় ৩০০টি মন্তব্য পড়েছে।
ভক্তদের কেউ তার সৌন্দর্যের প্রশংসা করেছেন, কেউ আবার অভিনয় নিয়ে বলেছেন মুগ্ধতার কথা। একজন ভক্ত মন্তব্য করেছেন, “বাংলাদেশি নাটকের সেরা অভিনেত্রী তানজিন তিশা।” আরেকজন তার ওয়েব ফিল্ম ‘ঘুমপরী’ প্রসঙ্গে লিখেছেন, “আমার দেখা তোমার সেরা ওয়েব ফিল্ম।”
তানজিন তিশা জানান, দেশপ্রেম আর দর্শকদের ভালোবাসাই তাকে নিরন্তর কাজের অনুপ্রেরণা দেয়। প্রবাস ভ্রমণ শেষে গ্রীষ্মের বৃষ্টি আর নতুন নাটকের শুটিং—দুটির মিশ্রণে তার দিনগুলো কেটে যাচ্ছে বেশ রঙিনভাবে।