Ridge Bangla

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৪ জুলাই সান্ধ্যকালীন ক্লাস ও ১৫ জুলাই ক্লাস-পরীক্ষা বন্ধ

ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথমবার্ষিকী উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন বিভিন্ন কর্মসূচি ঘোষণা করেছে। এ উপলক্ষে আগামীকাল সোমবার (১৪ জুলাই) টিএসসির রাজু ভাস্কর্য চত্বর এবং টিএসসি এলাকায় জুলাই ওমেন্স ডে উদযাপন করা হবে, যা চলবে রাতব্যাপী এবং এতে অংশ নেবেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।

এই অনুষ্ঠানে শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিত করতে ১৪ জুলাই বিকেল পাঁচটা থেকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের সান্ধ্যকালীন ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে।

এছাড়া, পরদিন ১৫ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও পরীক্ষা বন্ধ থাকবে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তবে ১৫ জুলাই অফিসসমূহ যথারীতি খোলা থাকবে।

আরো পড়ুন