Ridge Bangla

কুয়েতে দুই মাসে ৬ হাজারের বেশি প্রবাসী বহিষ্কার

২০২৫ সালের মে ও জুন মাসে কুয়েতে অভিবাসন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে ৬,৩০০ জনের বেশি প্রবাসীকে বহিষ্কার করা হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কঠোর আইন বাস্তবায়নের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, বহিষ্কৃতদের মধ্যে অনেকে কুয়েতের অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগগুলোর মাধ্যমে গ্রেপ্তার হন, আবার কেউ কেউ আদালতের আদেশ অনুযায়ী বহিষ্কার হন।

বহিষ্কার ও আটক বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, মানবিক দিক বিবেচনায় আটক প্রবাসীদের প্রয়োজনীয় সহায়তা দেওয়া হচ্ছে এবং দ্রুততম সময়ে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হচ্ছে।

এছাড়া, কুয়েতজুড়ে অবৈধ অভিবাসী শনাক্তে নিয়মিত অভিযান চালানো হচ্ছে। এই অভিযানে ধরা পড়া ব্যক্তিদের আইন অনুযায়ী সংশ্লিষ্ট দপ্তরে হস্তান্তর করা হচ্ছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানিয়েছে, অভিবাসন আইন কঠোরভাবে কার্যকর করতে এবং শ্রমবাজারে শৃঙ্খলা ফেরাতে সাম্প্রতিক সময়ে অভিযান আরও জোরদার করা হয়েছে।

আরো পড়ুন