কুমিল্লার দাউদকান্দি উপজেলায় মাছ চাষ প্রকল্পের ভাড়া সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়েছেন চারজন। সংঘর্ষের ঘটনাটি ঘটেছে সোমবার (৮ এপ্রিল) দুপুরে।
আহতদের মধ্যে রয়েছেন উত্তর হরিপুর গ্রামের লনি মিয়ার দুই ছেলে ইসমাইল হোসেন (৪০) ও ইব্রাহিম হোসেন (৩৫), ওলানপাড়া গ্রামের সেলিম সরকারের ছেলে ইয়াসিন মিয়া (২৬) এবং লাকসাম উপজেলার আব্বাস উদ্দিনের ছেলে মোরশেদ মিয়া (৫০)। তাদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় জড়িত সন্দেহে তিনজনকে আটক করেছে পুলিশ। তারা হলেন ফরহাদ হোসেন, ইয়াসিন মিয়া ও নাঈম হোসেন। এর মধ্যে আহত ইয়াসিনকে পুলিশি হেফাজতে চিকিৎসা দেওয়া হচ্ছে।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সোমবার দুপুরে ওলানপাড়া গ্রামের ৭-৮ জন যুবক তিনটি মোটরসাইকেলে করে উত্তর হরিপুরে গিয়ে ইসমাইলের বাড়ির কাছে অবস্থান নেয়। পরে তাকে ডেকে এনে রাস্তায় গুলি চালানো হয়। এতে চারজন গুলিবিদ্ধ হন।
দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ঘটনাস্থল থেকে গুলির খোসা উদ্ধার করা হয়েছে। তিনজনকে আটক করা হয়েছে এবং অবৈধ অস্ত্র উদ্ধারে অভিযান চলছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।