পর্যটন এলাকায় প্লাস্টিক দূষণ রোধ এবং পরিবেশবান্ধব পর্যটনের গুরুত্ব তুলে ধরতে সিলেটের ভোলাগঞ্জে অনুষ্ঠিত হয়েছে সচেতনতামূলক ক্যাম্পেইন। ‘প্লাস্টিকমুক্ত ভোলাগঞ্জ: পরিবেশবান্ধব পর্যটন’ শিরোনামে শুক্রবার (১১ জুলাই) আয়োজিত এই কর্মসূচিতে ছিল প্লাস্টিক বর্জ্য অপসারণ, লিফলেট বিতরণ, বৃক্ষরোপণ এবং একটি ডাম্পিং জোন উদ্বোধন।
এই আয়োজনের প্রধান উদ্যোক্তা ছিল সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের এনভায়রনমেন্টাল ক্লাব। সহযোগিতা করে পরিবেশ অধিদপ্তর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, শেভরন বাংলাদেশ, ইয়ুথনেট গ্লোবালসহ কয়েকটি সংগঠন। মিডিয়া পার্টনার ছিল ঢাকা পোস্ট।
ক্যাম্পেইনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আলিমুল ইসলাম। তিনি সাদা পাথর এলাকায় প্লাস্টিক ফেলার একটি স্থায়ী কাঠামোর উদ্বোধন করেন।
উপাচার্য বলেন, “শুধু সাদা পাথর নয়, সমগ্র দেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে হবে। দেশের শিক্ষার্থীরা এগিয়ে এলে প্রকৃত পরিবর্তন সম্ভব।”
আয়োজনে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক সামিউল আহসান তালুকদার, বায়োটেকনোলজি অনুষদের ডিন ড. মো. মেহেদী হাসান খান, পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. ওমর শরীফ, ড. কাজী মোহাম্মদ আলী জিন্নাহ, শেখ রাসেল আহমেদ, পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক বনানী দাস, শেভরনের পরিচালক আসিক এস জামান, ফিল্ড কর্পোরেট অ্যাফেয়ার্স ম্যানেজার খন্দকার তুষারুজ্জামান, সুইসকন্টাক্ট বাংলাদেশের সিনিয়র অফিসার আবদুল কাদের এবং পাথফাইন্ডার ইন্টারন্যাশনালের সোহেল রানা।
এই ক্যাম্পেইনে প্রায় ৬০ জন শিক্ষার্থী স্বেচ্ছাসেবক হিসেবে অংশ নেন। তারা প্লাস্টিক বর্জ্য পরিষ্কার, সচেতনতামূলক লিফলেট বিতরণ এবং বৃক্ষরোপণ কার্যক্রমে সক্রিয় ভূমিকা পালন করেন।