Ridge Bangla

দেশের ১২ অঞ্চলে আজ রাতেই ঝড়বৃষ্টি হতে পারে: এক নম্বর সতর্কতা সংকেত

ঝড়বৃষ্টি

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) বিকেল সাড়ে ৩টা থেকে রাত ১টা পর্যন্ত দেশের ১২টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ সময় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতেরও আশঙ্কা রয়েছে। নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ ড. মো. বজলুর রশিদ বলেন, পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে এই ঝড়ো হাওয়া প্রবাহিত হতে পারে, যা অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়ার রূপ নেবে। সম্ভাব্য ঝড়বৃষ্টির কবলে পড়তে পারে টাঙ্গাইল, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, এবং চট্টগ্রাম।

আবহাওয়া অফিস জানায়, এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে, এবং স্থানীয় প্রশাসনকে সতর্ক থাকার অনুরোধ জানানো হয়েছে। ঝড়ো আবহাওয়ার সম্ভাবনায় নদীপথে চলাচলকারী নৌযানগুলোকে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হচ্ছে।

আরো পড়ুন