শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কর্মকর্তা-কর্মচারী, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বা শিক্ষক-শিক্ষিকা এবং ম্যানেজিং কমিটি/গভর্ণিং বডির সভাপতি ও সদস্যদের উদ্দেশে জরুরি নির্দেশনা জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।
এতে বলা হয়েছে, কেউ যেন শিক্ষা মন্ত্রণালয়ে সরাসরি আবেদন না করেন। মাউশির সহকারী পরিচালক (সাধারণ প্রশাসন) মো. খালিদ হোসেন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য জানানো হয়েছে। চিঠিটি গত বৃহস্পতিবার দেশের সব প্রধান শিক্ষক, অধ্যক্ষ, আঞ্চলিক পরিচালক, উপপরিচালক (মাধ্যমিক), জেলা শিক্ষা অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর পাঠানো হয়েছে।
চিঠিতে উল্লেখ করা হয়, শিক্ষা মন্ত্রণালয়ের আওতাধীন কোনো কর্মকর্তা বা কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, কিংবা ম্যানেজিং কমিটি বা গভর্ণিং বডির সভাপতি-সদস্যরা যেন সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন না করেন—এ মর্মে গত ৩০ জুন শিক্ষা মন্ত্রণালয় থেকে নির্দেশনা জারি করা হয়েছে।
এ প্রেক্ষিতে, সংশ্লিষ্ট সবার উদ্দেশে নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে যেন তারা সরাসরি শিক্ষা মন্ত্রণালয়ে আবেদন না করেন এবং পূর্বনির্ধারিত প্রশাসনিক কাঠামোর মাধ্যমে যোগাযোগ বজায় রাখেন।