‘আয়নাবাজি’ ও ‘আগস্ট ১৯৭৫’-এর পর দীর্ঘ বিরতির পর ‘তুফান’ সিনেমায় অভিনয় করে আবারও আলোচনায় আসেন মডেল ও অভিনেত্রী মাসুমা রহমান নাবিলা। অভিনয়ের পাশাপাশি উপস্থাপনা ও সামাজিক যোগাযোগমাধ্যমেও সক্রিয় তিনি।
বর্তমানে ছুটি কাটাতে লন্ডনে অবস্থান করছেন নাবিলা। সেখানে তোলা বিভিন্ন মুহূর্তের ছবি নিয়মিত ভক্তদের সঙ্গে ভাগ করে নিচ্ছেন তিনি। সম্প্রতি লন্ডনের বিখ্যাত টাওয়ার ব্রিজের পাশে দাঁড়িয়ে সানগ্লাস পরা একটি ছবিতে তিনি জানিয়েছেন, ছোটবেলার একটি স্বপ্ন এবার পূরণ হয়েছে তার।
ছবির ক্যাপশনে নাবিলা লিখেছেন, “আমি ছোটবেলা থেকেই এই শহরটিতে আসতে চেয়েছিলাম। বহুবার চেষ্টা করেছি। কিন্তু প্রতিবারই কোনো না কোনো কারণে বাধা এসে দাঁড়িয়েছে। মনে হয়, জীবনের প্রতিটি জিনিসেরই একটা সঠিক সময় আর গন্তব্য থাকে। অবশেষে সেই স্বপ্ন পূরণ হলো।”
মিডিয়ায় নাবিলার যাত্রা শুরু হয়েছিল একটি স্কুল ম্যাগাজিন অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে। এরপর উপস্থাপনা, মডেলিং ও টেলিভিশন নাটকে কাজ করে ধীরে ধীরে জনপ্রিয়তা অর্জন করেন তিনি। ২০১৬ সালে তার প্রথম চলচ্চিত্র ‘আয়নাবাজি’ মুক্তি পায়, যা ব্যাপক সাড়া ফেলেছিল। পরে তিনি ‘আগস্ট ১৯৭৫’ এবং সাম্প্রতিক ‘তুফান’ চলচ্চিত্রে অভিনয় করে দর্শকদের মন জয় করেন।
এখন অভিনয়ের বাইরে ব্যক্তিগত সময় উপভোগ করছেন নাবিলা। লন্ডনের টাওয়ার ব্রিজে দাঁড়িয়ে ছোটবেলার সেই স্বপ্ন পূরণের মুহূর্তটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে ধরা দিয়েছে তার আনন্দ ও তৃপ্তির ছাপ।