২০২৫ সালে সরকারি ব্যবস্থাপনায় হজ করা ৪,৯৭৮ জন হজযাত্রীকে বেঁচে যাওয়া মোট ৮ কোটি ২৮ লাখ ৯০ হাজার টাকা ফেরত দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (১৩ জুলাই) সচিবালয়ের ধর্ম মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
তিনি বলেন, “হজযাত্রীদের সর্বোচ্চ সেবা নিশ্চিত করতে এবং খরচ কমিয়ে গুণগত মান বজায় রাখতে সরকার নিরলসভাবে কাজ করছে। ২০২৬ সালের হজের খরচ আরও কমানোর লক্ষ্যে কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। এরই অংশ হিসেবে নভেম্বরে সৌদি সরকারের সঙ্গে চুক্তি হবে।”
তিনি আরও জানান, “গত বছরের মতো এবারও সফলভাবে হজ সম্পন্ন করা সম্ভব হয়েছে। হজ কর্মকর্তাদের পাশাপাশি মিডিয়া ও সংশ্লিষ্টদের সহযোগিতায় আমরা সম্মানজনকভাবে কাজ করতে পেরেছি। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত থাকবে।”
চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৮৭ হাজার ১৫৭ জন হজ পালন করেন। সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রা শুরু হয় ২৯ এপ্রিল, শেষ ফ্লাইট যায় ৩১ মে। হজ অনুষ্ঠিত হয় ৫ জুন এবং ফিরতি ফ্লাইট শেষ হয় ১০ জুলাই।
সংবাদ সম্মেলনে হজ ব্যবস্থাপনায় যুক্ত বিভিন্ন কর্মকর্তা, সাংবাদিক এবং সংশ্লিষ্ট প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ড. খালিদ হোসেন আশ্বাস দেন, “সরকারি ব্যবস্থাপনায় হজযাত্রীদের সেবা আরও সহজ, সম্মানজনক ও স্বচ্ছ করতে সরকার প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করবে।”