Ridge Bangla

গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিতে শহীদ মিনারে চলচ্চিত্র প্রদর্শনী ও কনসার্ট

জুলাই গণঅভ্যুত্থান দিবসের বর্ষপূর্তিকে কেন্দ্র করে জাতীয় কর্মসূচির অংশ হিসেবে সোমবার (১৪ জুলাই) রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে অনুষ্ঠিত হবে চলচ্চিত্র প্রদর্শনী ও কনসার্ট। রোববার (১৩ জুলাই) রাতে এক সরকারি তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়।

তথ্য বিবরণীতে বলা হয়, সোমবার সন্ধ্যা ৭টায় শহীদ মিনার প্রাঙ্গণে শুরু হবে এই সাংস্কৃতিক আয়োজন। ‘উইমেন ডে’ শীর্ষক কনসার্টে নারীকণ্ঠ ও উদীয়মান শিল্পীদের বিশেষভাবে গুরুত্ব দেওয়া হবে। একইসঙ্গে প্রদর্শিত হবে একটি চলচ্চিত্র, যা গণতান্ত্রিক আন্দোলনে নারী ও তরুণদের অবদানের স্মরণে উৎসর্গ করা হয়েছে।

অনুষ্ঠানের অংশ হিসেবে রাত ১০টায় আকাশজুড়ে প্রদর্শিত হবে একটি বিশেষ ড্রোন শো, যেখানে আলোর মাধ্যমে ফুটে উঠবে গণঅভ্যুত্থানের স্মরণীয় মুহূর্তগুলো।

প্রতি বছরের মতো এবারও সরকারিভাবে জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। শহীদ মিনারে আয়োজিত এই অনুষ্ঠান সকলের জন্য উন্মুক্ত থাকবে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, এই আয়োজনের মূল উদ্দেশ্য হলো দেশের গণতান্ত্রিক আন্দোলনের ইতিহাসে নারী ও তরুণদের অবদানকে সম্মান জানানো এবং নতুন প্রজন্মকে এই চেতনায় উদ্বুদ্ধ করা। অনুষ্ঠানস্থলে নিরাপত্তা নিশ্চিত করতে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানিয়েছে প্রশাসন।

আরো পড়ুন