Ridge Bangla

সিইসির সঙ্গে বৈঠকে এনসিপি’র পাটোয়ারী-হাসনাত-সারজিস

জাতীয় সংসদ নির্বাচনের প্রতীকের তালিকা থেকে শাপলা প্রতীক বাদ দেওয়ার নির্বাচন কমিশনের সিদ্ধান্তের প্রতিবাদে প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) নেতারা।

রোববার (১৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে পৌঁছায় এনসিপির পাঁচ সদস্যের প্রতিনিধি দল। বেলা ১১টার দিকে তারা প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠকে বসেন। প্রতিনিধি দলে ছিলেন এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমসহ অন্যান্য নেতা।

এর আগে, জাতীয় সংসদ নির্বাচন পরিচালনা বিধিমালা সংশোধনের অংশ হিসেবে নির্বাচন কমিশন ১১৫টি প্রতীক নিয়ে একটি খসড়া তালিকা তৈরি করে, যেখানে শাপলা প্রতীকটি বাদ দেওয়া হয়। তালিকাটি বর্তমানে আইন মন্ত্রণালয়ে ভেটিংয়ের জন্য পাঠানো হয়েছে। শাপলা প্রতীক বাদ দেওয়ার সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করেছে এনসিপি।

গত ২২ জুন দলীয় নিবন্ধনের সময় এনসিপি শাপলা প্রতীক চেয়েছিল। এরও আগে, ১৭ এপ্রিল নাগরিক ঐক্যের মাহমুদুর রহমানের নেতৃত্বাধীন পক্ষও একই প্রতীক দাবি করেছিল। শাপলা প্রতীক নিয়ে উভয় দল একাধিকবার ইসির সঙ্গে আলোচনা করলেও, শেষ পর্যন্ত নির্বাচন কমিশন প্রতীকটি কাউকেই না দিয়ে তালিকা থেকে বাদ রাখে।

বর্তমানে দেশে ৫০টি নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে। কমিশন জানিয়েছে, অবশিষ্ট প্রতীকগুলো নতুন দল ও স্বতন্ত্র প্রার্থীদের জন্য সংরক্ষিত থাকবে। তবে শাপলা প্রতীক ফিরিয়ে আনতে কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে এনসিপি।

আরো পড়ুন