Ridge Bangla

ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ হওয়া ৭৪০ মার্কিন সেনার মরদেহ শনাক্ত

ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ হওয়া ৭৪০ জন মার্কিন সেনার মরদেহ শনাক্ত করা হয়েছে। দীর্ঘ সময় ধরে খোঁজ না মেলায় তাদের পরিবারগুলো শুধুই অপেক্ষার প্রহর গুনছিল। অবশেষে দীর্ঘ অনুসন্ধানের পর সেনাদের মরদেহ শনাক্ত করে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই তথ্য দিয়েছেন যুক্তরাষ্ট্রের ডিফেন্স পিওডব্লিউ–এমআইএ অ্যাকাউন্টিং এজেন্সির পরিচালক কেলি ম্যাককিগ। বৃহস্পতিবার (১০ জুলাই) ভিয়েতনামের রাষ্ট্রীয় নথিপত্র ও আর্কাইভ বিভাগের আওতাধীন ন্যাশনাল আর্কাইভস সেন্টার-৩ পরিদর্শনের সময় তিনি বলেন, “ভিয়েতনামের নিরলস সহায়তায় এতজন নিখোঁজ মার্কিন সেনার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়েছে এবং এই কর্মসূচি যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম কৌশলগত অংশীদারত্বের একটি গুরুত্বপূর্ণ ভিত্তি হয়ে উঠেছে।”

ম্যাককিগ আরও বলেন, “২০২৫ সাল একাধিক ঐতিহাসিক ঘটনার বর্ষপূর্তি—ভিয়েতনাম পুনঃএকত্রিকরণের ৫০ বছর, ভিয়েতনাম-যুক্তরাষ্ট্র কূটনৈতিক সম্পর্কের ৩০ বছর এবং নিখোঁজ সেনাদের অনুসন্ধান কার্যক্রমের ৪০ বছর পূর্তি। এসব উপলক্ষে দুই দেশের সহযোগিতা আরও জোরদার হবে।”

তিনি ভিয়েতনামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “যুদ্ধে নিখোঁজ মার্কিন সেনাদের পরিবারের পক্ষ থেকে আমরা কৃতজ্ঞ। ভিয়েতনামের সহানুভূতিশীল ও অব্যাহত সহযোগিতা যুক্তরাষ্ট্র-ভিয়েতনাম কৌশলগত অংশীদারত্বের কেন্দ্রে রয়েছে।”

তবে কেলি ম্যাককিগ স্বীকার করেন, এখনও ভিয়েতনাম যুদ্ধে নিখোঁজ থাকা ১ হাজার ১৫৭ জন মার্কিন সেনার কোনো খোঁজ মেলেনি এবং তথ্য ঘাটতির কারণে এসব মামলার সমাধান অত্যন্ত কঠিন।

উল্লেখ্য, ১৯৭৩ সালে প্যারিস শান্তিচুক্তির মধ্য দিয়ে যুক্তরাষ্ট্র ও ভিয়েতনামের মধ্যে যুদ্ধের অবসান হয়। এরপর থেকেই ভিয়েতনাম নিখোঁজ মার্কিন সেনাদের খুঁজে বের করার জন্য একটি সংস্থা গঠন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রকে সহযোগিতা করে আসছে।

আরো পড়ুন