Ridge Bangla

বিএনপির রাজনীতির সঙ্গে সন্ত্রাস ও বর্বরতার কোনো সম্পর্ক নেই — মির্জা ফখরুল

রাজধানীর মিটফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে ব্যবসায়ী সোহাগকে নৃশংসভাবে হত্যার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১১ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ প্রতিক্রিয়া জানান।

বিবৃতিতে মির্জা ফখরুল বলেন, “প্রকাশ্য দিবালোকে সংঘটিত এই পৈশাচিক হত্যাকাণ্ড কেবল একটি জীবনহানিই নয়, এটি রাষ্ট্রীয় নিরাপত্তা, নাগরিক অধিকার ও আইনশৃঙ্খলার চরম বিপর্যয়। আমাদের দলীয় নীতি, আদর্শ ও রাজনীতির সঙ্গে সন্ত্রাস এবং বর্বরতার কোনো সম্পর্ক নেই। অপরাধী যারাই হোক, তাদের স্থান কখনোই আইনের ঊর্ধ্বে হতে পারে না।”

তিনি আরও বলেন, “জুলাই-আগস্টের গণআন্দোলনের মধ্য দিয়ে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের প্রাক্কালে ঘটে যাওয়া এই নির্মম ঘটনা দেশের মানুষের বিবেককে গভীরভাবে নাড়া দিয়েছে। যদি এই ধরনের পৈশাচিক ও ন্যক্কারজনক হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচার না হয়, তাহলে বিচারহীনতার এই সংস্কৃতি সমাজকে আরও গভীর অন্ধকারে ঠেলে দেবে।”

মির্জা ফখরুল অবিলম্বে ঘটনার নিরপেক্ষ ও বিশ্বাসযোগ্য তদন্তের দাবি জানিয়ে বলেন, “প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। এ বিষয়ে অন্তবর্তীকালীন সরকারের দ্রুত ও কার্যকর পদক্ষেপ প্রত্যাশা করি।”

তিনি মনে করিয়ে দেন, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের প্রথম দায়িত্ব। বিচারহীনতার অবসান ঘটিয়ে অপরাধ দমন করা না গেলে দেশে নৈরাজ্য আরও বাড়বে। জনগণ ন্যায়বিচার ও সুশাসন প্রত্যাশা করে।

আরো পড়ুন