Ridge Bangla

পুরান ঢাকায় প্রকাশ্যে ব্যবসায়ীকে পিটিয়ে ও ইট দিয়ে মাথা থেঁতলে হত্যা

পুরান ঢাকার মিটফোর্ড হাসপাতালে এলাকায় প্রকাশ্যে নির্মমভাবে খুন হয়েছেন ব্যবসায়ী লাল চাঁদ ওরফে সোহাগ (৩৯)। বুধবার সন্ধ্যায় রজনী বোস লেনে একদল দুর্বৃত্ত তাঁকে আটক করে প্রথমে বেধড়ক মারধর করে এবং পরে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতাল চত্বরে এনে ইট দিয়ে মাথা থেঁতলে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়।

মুমূর্ষু অবস্থায় হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। স্থানীয় ব্যবসায়ী সোহাগ পুরাতন ধাতব সামগ্রী যেমন অ্যালুমিনিয়াম, তামা, পিতল, সিসা ইত্যাদির কেনাবেচার সঙ্গে যুক্ত ছিলেন। তাঁর ব্যবসায়িক আধিপত্য নিয়ে প্রতিপক্ষের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল।

পুলিশ সূত্র জানিয়েছে, মঙ্গলবার রাতে সোহাগের গুদামে গুলির ঘটনা ঘটে, যার জেরে পরদিন এ হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। হামলায় জড়িতদের মধ্যে টিটু, মনির, অপু দাস, মঈন ও পলাশের নাম উঠে এসেছে। কোতোয়ালি থানার এসআই মনির হোসেন জানান, একজনকে আটক করা হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারে অভিযান চলছে। আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে।

ঘটনার পর এলাকাজুড়ে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন রয়েছে। একটি সূত্র জানিয়েছে, সেনাবাহিনী সন্দেহভাজন পাঁচজনকে আটক করেছে।

সোহাগের গ্রামের বাড়ি বরিশালে। তিনি কেরানীগঞ্জে পরিবার নিয়ে বসবাস করতেন। এক সময় তিনি যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। স্থানীয়রা মনে করছেন, ব্যবসায়িক বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটেছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

আরো পড়ুন