Ridge Bangla

১৮ জুলাই গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেটের দেওয়ার নির্দেশনা

জুলাই গণঅভ্যুত্থান দিবস স্মরণে সরকারি উদ্যোগের অংশ হিসেবে আগামী ১৮ জুলাই মোবাইল ফোন গ্রাহকদের জন্য ১ জিবি ফ্রি ইন্টারনেট দেওয়ার নির্দেশ দিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। বুধবার (৯ জুলাই) মোবাইল অপারেটরদের কাছে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়।

বিটিআরসি জানায়, ডাক ও টেলিযোগাযোগ বিভাগের নির্দেশনা অনুযায়ী ১৮ জুলাইকে ‘ফ্রি ইন্টারনেট ডে’ ঘোষণা করা হয়েছে। জনস্বার্থে ও জনআকাঙ্ক্ষা পূরণে ওই দিন মোবাইল অপারেটরদের প্রত্যেক গ্রাহককে ৫ দিনের মেয়াদসহ ১ জিবি ফ্রি ডেটা সরবরাহ করতে হবে।

এ উদ্দেশ্যে অপারেটরদের বলা হয়েছে, আগেই গ্রাহকদের এসএমএস পাঠিয়ে বিষয়টি জানাতে হবে। এসএমএসে লেখা থাকবে: “কেউ কেড়ে নেবে না ইন্টারনেট ব্যবহারের স্বাধীনতা। জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে ১৮ জুলাই পাচ্ছেন ১ জিবি ডেটা ফ্রি। মেয়াদ ৫ দিন।”

বিটিআরসি আরও জানায়, দিবসটির তাৎপর্য তুলে ধরতে এবং সুষ্ঠুভাবে বাস্তবায়ন নিশ্চিত করতে মোবাইল অপারেটরদের সর্বাত্মক সহযোগিতা করতে হবে।

উল্লেখ্য, গত বছরের ১৮ জুলাই কোটা সংস্কার আন্দোলনকারীদের ওপর দমন-পীড়নের সময় দেশে ইন্টারনেট সেবা স্থগিত করা হয়েছিল। সেই প্রেক্ষাপটেই এবার দিনটি স্মরণে এ উদ্যোগ নেওয়া হয়েছে।

বিটিআরসি জানায়, জনস্বার্থ ও ইন্টারনেট ব্যবহারের অধিকার নিশ্চিতে ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন