যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আফ্রিকার পাঁচ দেশের রাষ্ট্রপ্রধানকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানিয়েছেন। ওয়াশিংটন ডিসিতে আয়োজিত তিন দিনের এই সম্মেলনে অংশ নিয়েছেন গ্যাবন, গিনি-বিসাউ, লাইবেরিয়া, মৌরিতানিয়া ও সেনেগালের নেতারা। সম্মেলনে মূলত বাণিজ্যিক অংশীদারত্ব ও অর্থনৈতিক সহযোগিতা নিয়েই আলোচনা হয়েছে।
ট্রাম্প প্রশাসনের ‘ট্রেড, নট এইড’ নীতির আওতায় আয়োজিত এই বৈঠকে যুক্তরাষ্ট্রে আফ্রিকান পণ্যের উপর আরোপিত ১০ শতাংশ শুল্ক কমানো নিয়ে আলোচনা হয় বলে জানা গেছে। যদিও আমন্ত্রিত পাঁচ দেশ আফ্রিকার সামগ্রিক অর্থনীতির প্রধান প্রতিনিধিত্বকারী নয়, তবুও সম্মেলনটি আফ্রিকার সঙ্গে যুক্তরাষ্ট্রের কৌশলগত সম্পর্ক জোরদারের অংশ হিসেবেই বিবেচিত হচ্ছে।
বুধবার হোয়াইট হাউসে মধ্যাহ্নভোজকালে আফ্রিকান নেতারা ট্রাম্পের নেতৃত্বের প্রশংসা করেন এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে আরও গভীর বাণিজ্যিক ও রাজনৈতিক সম্পর্কের আহ্বান জানান। বিশ্লেষকদের মতে, সম্মেলনটি আফ্রিকার বাজারে যুক্তরাষ্ট্রের প্রভাব বাড়ানোর পাশাপাশি চীনের ক্রমবর্ধমান প্রভাবের জবাব হিসেবেও দেখা যেতে পারে।