সোমবার (৭ মার্চ) দুপুরে মুন্সীগঞ্জে বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডের পর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক সভা শেষে, ছাত্র জনতার আন্দোলনের সময় নিহত তিন শহীদের কবর (শহীদ ডিপজল, শহীদ সিরাজুল ফরাজী এবং শহীদ সজল) জিয়ারত করেছেন অন্তবর্তীকালীন সরকারের তিন উপদেষ্টা। উপদেষ্টারা হলেন, স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, এবং সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী।
এরপর উপদেষ্টারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করে তাদের খোঁজ-খবর নেন। এই সময় নৌ বাহিনীর প্রধান এডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান এবং জেলা প্রশাসক ফাতেমা তুল জান্নাতও উপস্থিত ছিলেন।