Ridge Bangla

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা শুল্ক আলোচনা শুরু

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে পারস্পরিক শুল্ক চুক্তি (Agreement on Reciprocal Tariff) নিয়ে দ্বিতীয় দফার আলোচনা শুরু হয়েছে। বুধবার (৯ জুলাই) থেকে তিন দিনব্যাপী এ আলোচনা চলবে ওয়াশিংটন ডিসিতে, যা শেষ হবে আগামী শুক্রবার (১১ জুলাই)।

যুক্তরাষ্ট্রের ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ (USTR) দপ্তরের আমন্ত্রণে বাংলাদেশ আলোচনায় অংশ নিচ্ছে। বিষয়টি নিশ্চিত করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানান, ৭ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ১৪টি দেশের নেতাদের কাছে একটি চিঠি পাঠানোর পর, বাংলাদেশ প্রথম দিকের দেশগুলোর একটি হিসেবে আলোচনায় অংশ নিচ্ছে।

বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন, যিনি সরাসরি ওয়াশিংটন ডিসিতে উপস্থিত রয়েছেন। জাতীয় নিরাপত্তা উপদেষ্টা ড. খলিলুর রহমান ঢাকা থেকে ভার্চুয়ালি অংশ নিচ্ছেন। এছাড়া বাণিজ্য সচিব ও এক অতিরিক্ত সচিবসহ সিনিয়র কর্মকর্তারা ইতোমধ্যে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন।

প্রেস সচিব জানান, গত ২৭ জুন অনুষ্ঠিত প্রথম দফার আলোচনা ইতিবাচক ছিল এবং সেখানকার অগ্রগতির ভিত্তিতেই এবার চূড়ান্ত চুক্তির দিকে এগিয়ে যাওয়ার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী।

প্রসঙ্গত, দুই দেশের মধ্যকার বাণিজ্য সম্পর্ককে আরও জোরদার করা ও পারস্পরিক শুল্ক সুবিধা বৃদ্ধির লক্ষ্যেই এই আলোচনা অনুষ্ঠিত হচ্ছে।

আরো পড়ুন