জুলাই গণঅভ্যুত্থানে গুরুতর আহতদের জন্য রাজধানীর মিরপুরে বিনামূল্যে ফ্ল্যাট প্রদানের উদ্যোগ নিয়েছে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়। মিরপুর ৯ নম্বরে সরকারি জমিতে প্রায় ১ হাজার ৩৪৪ কোটি টাকা ব্যয়ে দেড় হাজারেরও বেশি ফ্ল্যাট নির্মাণ করবে জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ। পুরো অর্থ ব্যয় করা হবে সরকারি কোষাগার থেকে।
গৃহায়ণ কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, প্রতিটি ফ্ল্যাট হবে ১ হাজার ২৫০ বর্গফুট আয়তনের। ফ্ল্যাটে থাকছে দুটি শয়নকক্ষ, একটি ড্রয়িংরুম, একটি লিভিংরুম, একটি ডাইনিং স্পেস, রান্নাঘর ও তিনটি টয়লেট। পাশাপাশি আহতদের প্রয়োজন বিবেচনায় বিশেষ সুবিধাসম্পন্ন একটি অতিরিক্ত কক্ষ থাকবে, যেখানে পঙ্গু বা দৃষ্টিশক্তিহীনদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখা হবে।
গৃহায়ণ কর্তৃপক্ষের চেয়ারম্যান সৈয়দ মো. নুরুল বাসির জানিয়েছেন, “এখন অবকাঠামো নির্মাণের ওপর অগ্রাধিকার দেওয়া হচ্ছে। ভবনগুলো তৈরি করতে প্রায় চার বছর সময় লাগবে।” কে কোন ফ্ল্যাট পাবেন, সেটি চূড়ান্ত করা হবে জুলাই অধিদফতর, জাতীয় গৃহায়ণ কর্তৃপক্ষ ও গণপূর্ত মন্ত্রণালয়ের যৌথ তালিকার ভিত্তিতে। আহতদের আঘাতের মাত্রা অনুযায়ী ফ্ল্যাট বরাদ্দ দেওয়া হবে।
গত ৭ জুলাই পরিকল্পনা কমিশনের প্রকল্প মূল্যায়ন কমিটির (পিইসি) সভায় ‘ঢাকার মিরপুর ৯ নম্বরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কর্মক্ষমতা হারানো জুলাই যোদ্ধা পরিবারের স্থায়ী আবাসন প্রকল্প’ নামে প্রকল্পটির প্রস্তাব উত্থাপন করা হয়।
গৃহায়ণ কর্তৃপক্ষ আশা করছে, চলতি জুলাই মাসেই শহীদ ও আহতদের জন্য পৃথক দুটি প্রকল্প জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) সভায় অনুমোদন পাবে। প্রকল্পটি ২০২৯ সালের মধ্যে বাস্তবায়ন সম্পন্ন হবে।