Ridge Bangla

ভারতের ওড়িশায় বাংলাদেশি ও রোহিঙ্গা সন্দেহে ৪৪৮ জন আটক

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য ওড়িশায় ‘অবৈধ অভিবাসী’ সন্দেহে অন্তত ৪৪৮ জনকে আটক করেছে পুলিশ। তাদের অধিকাংশকে বাংলাদেশি ও রোহিঙ্গা হিসেবে শনাক্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে। আটক ব্যক্তিদের যাচাই-বাছাইয়ের জন্য বর্তমানে বিশেষ আটককেন্দ্রে রাখা হয়েছে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (৮ জুলাই) রাত থেকে ঝাড়সুগুড়া জেলায় ধারাবাহিক অভিযানে ৪৪৪ জনকে আটক করা হয়েছে। এছাড়া জগৎসিংহপুর জেলায় পৃথক অভিযানে আরও ৪ জনকে আটক করা হয়েছে, যারা দুই সপ্তাহ আগে প্যারাদ্বীপে এসেছিলেন।

ওড়িশা পুলিশের মহাপরিদর্শক হিমাংশু কুমার লাল বলেন, “আটকদের মধ্যে ২৬৫ জনকে অস্থায়ীভাবে সুরভী কল্যাণ মন্দিরে এবং বাকি ১৭৯ জনকে ডায়মন্ড কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির প্রাঙ্গণে নির্মিত একটি হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।”

তিনি আরও জানান, তাদের নথিপত্র যাচাই চলছে। যদি কেউ ভারতীয় নাগরিকত্বের প্রমাণ দিতে পারেন, তাহলে তাদের থাকা অনুমোদন দেওয়া হবে। অন্যদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে ঝাড়সুগুড়া জেলা পুলিশ দুটি বিশেষ টাস্কফোর্স গঠন করে এই অভিযান পরিচালনা করছে। প্যারাদ্বীপের অতিরিক্ত পুলিশ সুপার স্মৃতি রঞ্জন জানান, “আইনি প্রক্রিয়ার মাধ্যমে যারা অবৈধভাবে প্রবেশ করেছেন, তাদের দেশে ফেরত পাঠানোর ব্যবস্থা করা হবে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন