বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় আব্দুল জব্বার নামে এক শিক্ষার্থীকে হত্যাচেষ্টার মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক প্রসিকিউটর ব্যারিস্টার তুরিন আফরোজকে ৪ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত মহানগর হাকিম জাকির হোসাইন রিমান্ডে নেওয়ার এই নির্দেশ দেন। উত্তরা পশ্চিম থানা-পুলিশ দুপুর ১টার দিকে তুরিন আফরোজকে আদালতে হাজির করে। মামলার তদন্ত কর্মকর্তা এই মামলায় তাকে ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন। শুনানিতে তুরিন আফরোজ রিমান্ড নামঞ্জুরের জন্য বক্তব্য রাখেন, তবে রাষ্ট্রপক্ষে মহানগর দায়রা আদালতের পিপি ওমর ফারুক ফারুকী রিমান্ডের পক্ষে বক্তব্য রাখেন। শুনানি শেষে আদালত ৪ দিনের রিমান্ড মঞ্জুর করেন। গতকাল সোমবার রাতে উত্তরার একটি বাসা থেকে তুরিন আফরোজকে গ্রেপ্তার করা হয়।