জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান ও খ্যাতিমান অর্থনীতিবিদ প্রফেসর ড. আবুল বারকাতকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। বৃহস্পতিবার (১০ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে আটক করা হয়।
ডিবির যুগ্ম কমিশনার নাসিরুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলার ভিত্তিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাকে মিন্টু রোডে অবস্থিত ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, শুক্রবার (১১ জুলাই) তাকে দুদকের কাছে হস্তান্তর করা হবে এবং মামলার আইনগত প্রক্রিয়া অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
প্রসঙ্গত, প্রফেসর আবুল বারকাত দীর্ঘদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগে শিক্ষকতা করেছেন এবং বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতির দায়িত্ব পালন করেছেন। জনতা ব্যাংকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালীন সময়ে বিভিন্ন আর্থিক অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তার বিরুদ্ধে মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বর্তমানে তার বিরুদ্ধে দুর্নীতির মামলার আইনগত কার্যক্রম চলমান রয়েছে।