রাজধানীর শাহবাগে অবস্থিত জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যায় গত বছরের জুলাই-আগস্টে সংগঠিত গণঅভ্যুত্থানে আহতরা দ্বিতীয় ধাপের আর্থিক সহায়তা না পেয়ে ক্ষুব্ধ হয়ে এই হামলা চালান।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্ব ঘোষণা অনুযায়ী ওইদিন ক্ষতিগ্রস্তদের মধ্যে দ্বিতীয় ধাপে সহায়তা বিতরণের কথা ছিল। কিন্তু নির্ধারিত দিনে অর্থ না পেয়ে হতাশ ও ক্ষুব্ধ হয়ে পড়েন আহত ব্যক্তিরা। প্রথমে তারা অফিস কক্ষে তালা দেন এবং পরে কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বাকবিতণ্ডার একপর্যায়ে ভাঙচুরে লিপ্ত হন। এতে অফিসের আসবাবপত্রসহ বেশ কিছু জিনিসপত্র ক্ষতিগ্রস্ত হয়।
আহতদের অভিযোগ, বহুবার প্রতিশ্রুতি দেওয়া হলেও নির্ধারিত অর্থ এখনো তারা পাননি। দ্বিতীয় দফার সহায়তা নিয়ে ফাউন্ডেশন কর্তৃপক্ষের টালবাহানায় তারা চরম অসন্তোষ প্রকাশ করেন। তাদের দাবি, বারবার তারিখ পরিবর্তন ও প্রতিশ্রুতি বাস্তবায়নে গড়িমসি করায় তারা বাধ্য হয়ে প্রতিবাদে নেমেছেন।
ঘটনার পরপরই ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) লেফটেন্যান্ট কর্নেল (অব.) কামাল আকবর উপস্থিত হয়ে আহতদের সঙ্গে আলোচনা করেন। তিনি তাদের আগামী রোববার (১৪ জুলাই) এর মধ্যে সহায়তার অর্থ হস্তান্তরের আশ্বাস দেন।
এ বিষয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে সিইও কামাল আকবর বলেন, “আহতদের ক্ষোভের একটা প্রেক্ষাপট রয়েছে, সেটি আমরা বুঝি। তারা দীর্ঘ সময় ধরে সহায়তার অপেক্ষায় ছিলেন।”
তিনি আরও জানান, ইতোমধ্যে ৮০৬ জন গুরুতর আহত ব্যক্তিকে দ্বিতীয় দফায় অর্থ সহায়তা দেওয়া হয়েছে। বাকিদেরও ধাপে ধাপে অর্থ প্রদান করা হবে বলে তিনি আশ্বস্ত করেন।