Ridge Bangla

বাংলাদেশ ব্যাংকসহ আরো ১১ ব্যাংকের উদ্যোগে জুলাইযোদ্ধাদের জন্য বিশেষ তহবিল

জুলাই আন্দোলনের শহীদ ও আহতদের জন্য ২৫ কোটি টাকার একটি বিশেষ তহবিল গঠন করছে বাংলাদেশ ব্যাংক ও দেশের ১১টি বাণিজ্যিক ব্যাংক। এই তহবিল থেকে শহীদ পরিবারের সহায়তা এবং আহতদের চিকিৎসা ব্যয়ে অর্থ ব্যয় করা হবে।

বাংলাদেশ ব্যাংকে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। সভায় সভাপতিত্ব করেন গভর্নর ড. আহসান এইচ মনসুর।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, জুলাইযোদ্ধাদের সহায়তায় মোট ২৫ কোটি টাকার তহবিল গঠন করা হচ্ছে। এর মধ্যে বাংলাদেশ ব্যাংক নিজস্ব তহবিল থেকে ১৪ কোটি টাকা দেবে এবং ভালো পারফরম্যান্সের ১১টি বাণিজ্যিক ব্যাংক প্রতিটি ১ কোটি টাকা করে মোট ১১ কোটি টাকা দেবে।

তিনি আরও জানান, প্রতিটি ব্যাংক নিজ নিজ বোর্ড সভার অনুমোদন নিয়ে এই অর্থ হস্তান্তর করবে। এটি একটি সম্মিলিত সামাজিক উদ্যোগ হিসেবে বাস্তবায়িত হবে।

আরো পড়ুন