লালন সম্রাজ্ঞী খ্যাত বরেণ্য সংগীতশিল্পী ফরিদা পারভীন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। গত ৫ জুলাই ডায়ালাইসিস করতে গিয়ে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে তাৎক্ষণিক হাসপাতালে ভর্তি করা হয়। কিডনি সমস্যাসহ নানা জটিলতায় তিনি বর্তমানে বিশেষ পর্যবেক্ষণে রয়েছেন।
বুধবার (৯ জুলাই) ফরিদা পারভীনকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার সঙ্গে ছিলেন বিএনপির একটি সাংগঠনিক পরিদর্শন দল। এ সময় ফরিদা পারভীনের প্রতি খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে বিএনপির মিডিয়া সেল নিশ্চিত করেছে।
হাসপাতাল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, “লালন সংগীতে তিনি অদ্বিতীয়া। বাংলাদেশের মানুষের কাছে অত্যন্ত প্রিয় এই শিল্পী দীর্ঘদিন ধরে সংগীতজগতে তার একচ্ছত্র প্রভাব অক্ষুণ্ণ রেখেছেন। এখন তিনি গুরুতর অবস্থায় চিকিৎসাধীন আছেন। কিডনি সমস্যা তার প্রধান জটিলতা হলেও আরও কিছু সমস্যায় ভুগছেন। হাসপাতাল কর্তৃপক্ষ সর্বোচ্চ যত্ন নিচ্ছেন।”
বিএনপির পরিদর্শন দলে আরও ছিলেন দলের সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক আশরাফ উদ্দিন উজ্জ্বল, সহ-সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সাঈদ সোহরাব, জাসাস সভাপতি হেলাল খান, সাধারণ সম্পাদক জাকির হোসেন রুকন এবং বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।
দীর্ঘদিন ধরেই কিডনি জটিলতায় ভুগছেন ফরিদা পারভীন। পাশাপাশি ফুসফুসের সমস্যাসহ নানা শারীরিক জটিলতা রয়েছে তার। চলতি বছরের শুরুতেও শারীরিক অবস্থার মারাত্মক অবনতি হলে তিনি আইসিইউতে ভর্তি ছিলেন। দেশের এই কিংবদন্তি সংগীতশিল্পীর দ্রুত আরোগ্য কামনা করেছেন তার ভক্ত-অনুরাগী ও সহশিল্পীরা।