Ridge Bangla

সন্তানকে হত্যার হুমকি দিয়ে মাকে ধর্ষণ, দেবর গ্রেপ্তার

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় আপন ভাবিকে ধর্ষণের অভিযোগে নাইম শেখ (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। ভুক্তভোগীর দেড় বছরের সন্তানকে হত্যার হুমকি দিয়ে জোরপূর্বক এ ঘটনা ঘটানো হয় বলে অভিযোগে বলা হয়েছে।

বুধবার (৯ জুলাই) দুপুরে আসামীকে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। এর আগে মঙ্গলবার (৮ জুলাই) দুপুরে ভুক্তভোগী নারীর বাবা নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা দায়ের করেন। মামলার পরপরই পুলিশ অভিযান চালিয়ে নাইমকে গ্রেপ্তার করে।

আসামি নাইম শেখ উপজেলার শিলাইদহ ইউনিয়নের কসবা গ্রামের বাসিন্দা ও ইদ্রিস শেখের ছেলে। চলতি বছর তিনি খোরশেদপুর মাধ্যমিক বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশ নেন। ধর্ষণের শিকার নারী তার বড় ভাইয়ের স্ত্রী, অর্থাৎ ভাবি।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সোমবার (৭ জুলাই) রাতে ভুক্তভোগীর স্বামী পদ্মা নদীতে ট্রলারে মাছ ধরতে যান। ওই সুযোগে নাইম তার ভাবির কক্ষে প্রবেশ করে এবং শিশু সন্তানকে হত্যা করার ভয় দেখিয়ে তাকে ধর্ষণ করে। ঘটনার পর ভুক্তভোগী তার স্বামীকে বিষয়টি খুলে বললে তিনি ঝামেলা না করে চুপচাপ আপস-মীমাংসার কথা বলেন। পরে ভুক্তভোগীর বাবা থানায় অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগীর মামা জানান, ভাগ্নীকে মেডিকেল পরীক্ষার জন্য কুষ্টিয়া সদর হাসপাতালে নেওয়া হয়েছে। তার একমাত্র দেড় বছরের সন্তানকে জবাই করে হত্যা করবে এই ভয় দেখিয়ে জোরপূর্ব এমন জঘন্য কাজ করা হয়েছে। মামলার বাদী, ভুক্তভোগীর বাবা বলেন, “আমার মেয়ের সঙ্গে তার দেবর এমন ভয়াবহ কাজ করেছে। আমি এর সঠিক বিচার চাই।”

তবে এ বিষয়ে কথা বলতে রাজি হননি ভুক্তভোগীর স্বামী ও আসামির বড় ভাই।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান শেখ বলেন, “নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়েরের পর অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে এবং বুধবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে। ভিকটিমকে পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।”

এই পোস্টটি পাঠ হয়েছে:

আরো পড়ুন