Ridge Bangla

যৌথ বাহিনীর অভিযানে চাঁদপুরে ইয়াবাসহ ৭ জন আটক

চাঁদপুর জেলার তিনটি উপজেলায় যৌথ বাহিনীর পৃথক অভিযানে ইয়াবাসহ সাতজনকে আটক করা হয়েছে। বুধবার (৯ জুলাই) দিবাগত রাতে পরিচালিত এসব অভিযানে আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদক ব্যবসা ও সেবনের অভিযোগ রয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বৃহস্পতিবার (১০ জুলাই) সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন চাঁদপুর সদর আর্মি ক্যাম্পের অপারেশনাল অফিসার লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে প্রথম অভিযানটি রাত সাড়ে ১০টার দিকে হাজীগঞ্জ উপজেলার টোরাগড় এলাকায় চালানো হয়। এ সময় পলি বেগম (২৮) নামে এক নারীকে ৫০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

রাত সোয়া ১২টার দিকে একই এলাকায় দ্বিতীয় দফায় অভিযান চালিয়ে শামীম হোসেন (২২) নামে এক যুবককে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পুরাতন ভবনে অভিযান চালিয়ে মাদক সেবনের সময় হিরণ (৩৫), রাশেদ (২৫) এবং শফিউল আলম (৩৫) নামে তিনজনকে আটক করা হয়।

শাহরাস্তি উপজেলার কাজির কামতা এলাকায় অভিযান চালিয়ে মো. মানিক (৩০) নামে একজনকে ২০ পিস ইয়াবাসহ আটক করা হয়।

অন্যদিকে, সদর উপজেলার গাবতলী এলাকা থেকে সুজন (৩১) নামে এক যুবককে ৬০ পিস ইয়াবাসহ আটক করা হয়েছে।

লেফটেন্যান্ট মানজুরুল হাসান খান বলেন, “উদ্ধার হওয়া মাদক এবং আটককৃতদের আইনানুযায়ী ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।”

আরো পড়ুন