জনপ্রিয় কণ্ঠশিল্পী ইমরান মাহমুদুল তার নতুন গান ‘পারব না তোমাকে ছাড়তে’ শিগগিরই প্রকাশ করতে যাচ্ছেন। এটি একটি দ্বৈত গান, যেখানে ইমরানের সঙ্গে কণ্ঠ দিয়েছেন ‘ক্ষুদে গানরাজ’ খ্যাত হুমায়রা ঈশিকা। গানের ভিডিও নির্মাণ করছেন সৈকত রেজা, আর এতে মডেল হয়েছেন নাটকের জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল।
ইমরান ও কেয়া পায়েল জুটির এটি নতুন কোনো প্রচেষ্টা নয়। এর আগেও তারা একসঙ্গে একাধিক মিউজিক ভিডিওতে কাজ করেছেন এবং দর্শকের বিপুল সাড়া পেয়েছেন। ‘এতো ভালোবাসি’, ‘আলো’, ‘পরাণ বন্ধুরে’, ‘কে তোমাকে এতো ভালোবাসতে পারে’—এই সব জনপ্রিয় গানগুলোর ভিডিওতে কেয়া পায়েলকে মডেল হিসেবে দেখা গেছে।
নতুন গানটি নিয়ে আশাবাদী ইমরান বলেন, “কেয়া পায়েলের সঙ্গে আমার বোঝাপড়াটা দারুণ। আগের কাজগুলো দর্শকেরা পছন্দ করেছেন বলেই আবারও একসঙ্গে কাজ করছি। প্রায় চার বছর পর আমাদের জুটি আবার আসছে দর্শকের অনুরোধে।”
কেয়া পায়েলও উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “দর্শকের ভালোবাসা আছে বলেই আমাদের একের পর এক মিউজিক ভিডিওতে কাজ করা সম্ভব হচ্ছে। ইমরানের গান আমার বরাবরই ভীষণ ভালো লাগে। অনেকে ভাবেন, শুধু তার গানে মডেল হই, কিন্তু আমি চাই আমার নাটকেও তার কণ্ঠের গান থাকুক।”
তিনি আরও বলেন, “‘পারব না তোমাকে ছাড়তে’ পুরোপুরি একটি গল্পনির্ভর মিউজিক ভিডিও। দর্শক-শ্রোতাদের কাছে ভালো লাগবে, এমনটাই আমাদের প্রত্যাশা।”
গানটি শিগগিরই প্রকাশিত হবে। ইমরান-কেয়া পায়েল জুটির নতুন গানেও তাদের ‘কেমিস্ট্রি’ ভক্তদের মুগ্ধ করবে বলে আশা করছেন দুই শিল্পীই।