বলিউডের রুপালি পর্দার চিরকালীন জাদুকরী শ্রীদেবী। তার সিনেমা মানেই দর্শকের উচ্ছ্বাস আর বক্স অফিসে সাফল্যের ঝড়। কিন্তু আশির দশকে এমন একটি ছবি তৈরি হয়েছিল, যা আজও মুক্তির মুখ দেখেনি। ছবিটির নাম ‘জমিন’।
১৯৮০-এর দশকের শুরুতে পরিচালক রমেশ আহুজা ছবিটির শুটিং সম্পূর্ণ করেছিলেন। তারকাবহুল এই ছবিতে ছিলেন রজনীকান্ত, সঞ্জয় দত্ত, শ্রীদেবী, শত্রুঘ্ন সিনহা এবং একটি বিশেষ চরিত্রে অভিনয় করেছিলেন বিনোদ খান্না। উল্লেখযোগ্যভাবে, এই ছবির মাধ্যমেই বড়পর্দায় প্রথম পা রাখেন পরবর্তীকালের সুপারস্টার মাধুরী দীক্ষিত।
অ্যাকশন-ড্রামা ঘরানার ‘জমিন’-এর গল্পে দেখা যায়, সন্ত্রাসবাদীদের দমন করতে এক আর্মি অফিসার (রজনীকান্ত) ও এক পুলিশ অফিসার (সঞ্জয় দত্ত) মাঠে নামেন। আর এই দুই নায়কের সঙ্গে গুরুত্বপূর্ণ চরিত্রে যুক্ত ছিলেন শ্রীদেবী। ছবির একটি দৃশ্যে তার সাদা পোশাকে নৃত্য সেই সময় বলিউডে আলোচনার জন্ম দেয়। তার দৃঢ় অভিনয় ছবিটির অন্যতম আকর্ষণ হয়ে উঠেছিল।
আরও উল্লেখযোগ্য ছিল ছবির সঙ্গীত। কিংবদন্তি সুরকার আরডি বর্মণ ছবিটির সংগীত পরিচালনা করেছিলেন। নির্মাতাদের আশা ছিল, গানগুলোর সুর ও চিত্রায়ন দর্শক-শ্রোতাদের মুগ্ধ করবে।
কিন্তু ভাগ্য সহায় হয়নি। শুটিং শেষ হলেও ছবিটি আটকে যায় অর্থনৈতিক সংকট ও বিতরণ জটিলতায়। বহু দর্শক বছরের পর বছর অপেক্ষা করেও ছবিটি প্রেক্ষাগৃহে দেখতে পাননি। আজও জানা যায়নি, ছবির প্রিন্ট বা ফুটেজ কোথায় আছে।
সিনেমাপ্রেমীদের মনে রয়ে গেছে কেবল শ্রীদেবীর অদেখা জাদুর এক অনন্য অধ্যায়—‘জমিন’। যেটি মুক্তি পেলে হয়তো বলিউডে সাফল্যের নতুন ইতিহাস গড়তে পারতো, কিন্তু সেটিই আজও হারিয়ে আছে অজানার অন্ধকারে।